একজন জনপ্রতিনিধি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বড় ছেলেকে নিয়ে শোরগোল চরমে উঠেছে বিহারে। আর তারই মধ্যে এবার বড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন লালু প্রসাদ যাদব। শনিবার হঠাৎ করেই ভাইরাল হয় লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদবের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। তাতে দেখা যায়, লালু-পুত্র দাবি করছেন, যে ১২ বছর ধরে অনুষ্কা যাদবের সঙ্গে প্রণয়ের সম্পর্ক রয়েছে তাঁর।
advertisement
অবশ্য, এই পোস্টকে ভুয়ো বলেই দাবি করেন তেজ প্রতাপ। তিনি জানান, ‘কেউ তাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে এমন বিভ্রান্তিকর পোস্ট করেছেন। এর কোনও ভিত্তি নেই।’ তবে জল গড়াতে সময় লাগেনি বেশী। শনি থেকে রবির মধ্যেই এবার বড় কোপ এল বাবা লালু প্রসাদ যাদবের দলীয় সিদ্ধান্তে।
রবিবার রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সুপ্রিমো লালু প্রসাদ যাদব তাঁর বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করেন এবং একইসঙ্গে তাঁকে পরিবার থেকেও প্রত্যাহার করেছেন। তার ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং পারিবারিক মূল্যবোধ থেকে বিচ্যুতির অভিযোগ তুলে এই বড় সিদ্ধান্ত নেন লালু প্রসাদ এমনটাই সোশ্যাল হ্যান্ডেলে ইঙ্গিত আরজেডি সুপ্রিমোর।
আরও পড়ুন: বিশ্বের কোন শহরে ‘আমিষ’ খেলে আপনি ‘জেলে’ যেতে পারেন জানেন…? ‘উত্তর’ শুনলেই চমকাবেন!
তেজী-প্রেম প্রসঙ্গে লালু বলেন, ‘ব্যক্তিগত জীবনে মূল্যবোধের অভাব সামাজিক ন্যায়বিচারের পক্ষে আমাদের লড়াইকে দুর্বল করে। তেজ প্রতাপের দায়িত্বজ্ঞানহীন আচরণ আমাদের পারিবারিক মূল্যবোধ ও ঐতিহ্যের সঙ্গে মেলে না। তাই আমি তাঁকে দল ও পরিবার থেকে ত্যাজ্য করলাম। এবার থেকে দল ও পরিবারে তাঁকে কোনও ভূমিকা পালনেই দেখা যাবে না। আগামী ছয় বছরের জন্য পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে তাঁকে।’