TRENDING:

'দল ও পরিবার থেকে ত্যাজ্য করলাম...', ছেলে তেজ প্রতাপকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করলেন আরজেডি প্রধান লালু যাদব

Last Updated:

Lalu Prasad Yadav: বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে ৬ বছরের জন্য দল থেকে বহিস্কার করলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। এক্স হ্যান্ডলে পোস্ট করে আরজেডি সুপ্রিমো জানিয়েছেন, নৈতিক অবক্ষয়ের কারণে তেজপ্রতাপকে আরজেডি (RJD) থেকে বহিস্কার করা হল।

advertisement
পটনা: ভাইরাল পোস্টের জের! বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে ৬ বছরের জন্য দল থেকে বহিস্কার করলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। এক্স হ্যান্ডলে পোস্ট করে আরজেডি সুপ্রিমো জানিয়েছেন, নৈতিক অবক্ষয়ের কারণে তেজপ্রতাপকে আরজেডি (RJD) থেকে বহিস্কার করা হল। জানা গিয়েছে, এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তেজপ্রতাপ। যা অনুমোদন করেননি লালু প্রসাদ যাদব ও তাঁর পরিবার।
আরজেডি প্রধান লালু যাদব
আরজেডি প্রধান লালু যাদব
advertisement

একজন জনপ্রতিনিধি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বড় ছেলেকে নিয়ে শোরগোল চরমে উঠেছে বিহারে। আর তারই মধ্যে এবার বড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন লালু প্রসাদ যাদব। শনিবার হঠাৎ করেই ভাইরাল হয় লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদবের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। তাতে দেখা যায়, লালু-পুত্র দাবি করছেন, যে ১২ বছর ধরে অনুষ্কা যাদবের সঙ্গে প্রণয়ের সম্পর্ক রয়েছে তাঁর।

advertisement

advertisement

অবশ্য, এই পোস্টকে ভুয়ো বলেই দাবি করেন তেজ প্রতাপ। তিনি জানান, ‘কেউ তাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে এমন বিভ্রান্তিকর পোস্ট করেছেন। এর কোনও ভিত্তি নেই।’ তবে জল গড়াতে সময় লাগেনি বেশী। শনি থেকে রবির মধ্যেই এবার বড় কোপ এল বাবা লালু প্রসাদ যাদবের দলীয় সিদ্ধান্তে।

আরও পড়ুন: ‘আপনি এই Coach-এ কেন…?’ আচমকা উঠে দাঁড়ালেন লোকটি! তারপরেই দুমদাম একের পর এক, ‘২৯ সেকেন্ডে’ যা ঘটল, ঘাম ছুটল তরুণীর!

advertisement

রবিবার রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সুপ্রিমো লালু প্রসাদ যাদব তাঁর বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করেন এবং একইসঙ্গে তাঁকে পরিবার থেকেও প্রত্যাহার করেছেন। তার ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং পারিবারিক মূল্যবোধ থেকে বিচ্যুতির অভিযোগ তুলে এই বড় সিদ্ধান্ত নেন লালু প্রসাদ এমনটাই সোশ্যাল হ্যান্ডেলে ইঙ্গিত আরজেডি সুপ্রিমোর।

advertisement

আরও পড়ুন: বিশ্বের কোন শহরে ‘আমিষ’ খেলে আপনি ‘জেলে’ যেতে পারেন জানেন…? ‘উত্তর’ শুনলেই চমকাবেন!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তেজী-প্রেম প্রসঙ্গে লালু বলেন, ‘ব্যক্তিগত জীবনে মূল্যবোধের অভাব সামাজিক ন্যায়বিচারের পক্ষে আমাদের লড়াইকে দুর্বল করে। তেজ প্রতাপের দায়িত্বজ্ঞানহীন আচরণ আমাদের পারিবারিক মূল্যবোধ ও ঐতিহ্যের সঙ্গে মেলে না। তাই আমি তাঁকে দল ও পরিবার থেকে ত্যাজ্য করলাম। এবার থেকে দল ও পরিবারে তাঁকে কোনও ভূমিকা পালনেই দেখা যাবে না। আগামী ছয় বছরের জন্য পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে তাঁকে।’

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
'দল ও পরিবার থেকে ত্যাজ্য করলাম...', ছেলে তেজ প্রতাপকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করলেন আরজেডি প্রধান লালু যাদব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল