TRENDING:

Lalu Yadav: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ফের দোষী সাব্যস্ত লালুপ্রসাদ যাদব! এ বার কি তবে জেলে যেতে হবে?

Last Updated:

Lalu Yadav: পশুখাদ্য কেলেঙ্কারির মোট পাঁচটি মামলায় অভিযুক্ত করা হয়েছিল লালুপ্রসাদ যাদবকে। ইতিমধ্যে চারটি মামলার রায় দেওয়া হয়েছে এবং এ সব মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাঁচি: পশুখাদ্য কেলেঙ্কারির ডোরান্ডা ট্রেজারি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে লালু প্রসাদ যাদবকে (Lalu Prasad Yadav)। এই নিয়ে পঞ্চমবার লালুকে দোষী সাব্যস্ত করা হল। এটি পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম মামলা। মঙ্গলবার আদালত আরজেডি সুপ্রিমো লালুকে ১৩৯ কোটি টাকার জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করল। এই মামলার সাজা ঘোষণা করা হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। স্বাভাবিক ভাবে এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। তা হলে কী ফের জেলে যেতে হবে এই বর্ষীয়ান রাজনীতিবিদকে? আদালত ফেরত পাওয়া তথ্য অনুসারে, লালু প্রসাদকে দোষী সাব্যস্ত করা হলেও, অন্য ২৪ অভিযুক্তকে খালাস দেওয়া হয়েছে। এ মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের শাস্তির বিষয়ে শুনানি চলছে। মোট ৯৯ আসামির মধ্যে অনেককে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

আরও পড়ুন - শালতোড়ার বিধায়ক চন্দনা অনুপ্রেরণা! কাউন্সিলর হয়ে গরীবের কাজ করতে চান টোটোচালক তারকনাথ

পশুখাদ্য কেলেঙ্কারির মোট পাঁচটি মামলায় অভিযুক্ত করা হয়েছিল লালুপ্রসাদ যাদবকে। ইতিমধ্যে চারটি মামলার রায় দেওয়া হয়েছে এবং এ সব মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। মঙ্গলবার যে পঞ্চম মামলার রায় হওয়ার কথা তা রাঁচির ডোরান্ডায় ট্রেজারি থেকে ১৩৯ কোটি টাকা অবৈধ ভাবে তোলার অভিযোগের ভিত্তিতে দেওয়ার কথা ছিল। ১৯৯৬ সালের এই মামলায় প্রাথমিকভাবে মোট ১৭০ জনকে চিহ্নিত করা হয়। এর মধ্যে ৫৫ অভিযুক্তের মৃত্যু হয়েছে, আর সাতজন অভিযুক্তকে সিবিআই সরকারী সাক্ষী করেছে। আদালতের রায় আসার আগেই দুই আসামি নিজেদের দোষ স্বীকার করে নেন। এ পর্যন্ত ছয় আসামি পলাতক। বাকি ৯৯ আসামির রায় এখনও আসা বাকি।

advertisement

আরও পডুন: কোটি টাকা মুক্তিপণ চেয়ে বাড়িতে ফোন, এলগিন রোডের গেস্ট হাউসে মিলল স্বর্ণ ব্যবসায়ীর দেহ

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মামলার অন্যান্য হেভিওয়েট অভিযুক্তদের মধ্যে প্রাক্তন সাংসদ জগদীশ শর্মা, ডাঃ আর কে রানা, তৎকালীন বিহারের পশুপালন সচিব বেক জুলিয়াস এবং পশুপালন বিভাগের সহকারী পরিচালক কে এম প্রসাদ অন্তর্ভুক্ত। এই মামলার শুনানির সময়, সিবিআইয়ের বিশেষ আদালতে প্রসিকিউশনের পক্ষে মোট ৫৭৫ জনের সাক্ষ্য দেওয়া হয়েছিল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Lalu Yadav: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ফের দোষী সাব্যস্ত লালুপ্রসাদ যাদব! এ বার কি তবে জেলে যেতে হবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল