TRENDING:

Lakshadweep travel guide: লাক্ষাদ্বীপ বেড়াতে গেলে চাই পারমিট, কীভাবে আবেদন করবেন? জানুন খুঁটিনাটি

Last Updated:

কোচি থেকে লাক্ষাদ্বীপের বিভিন্ন দ্বীপের মধ্যে সাতটি যাত্রীবাহী জাহাজ চলাচল করে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পর থেকেই লাক্ষাদ্বীপ নিয়ে পর্যটকদের উৎসাহ কয়েকগুন বেড়ে গিয়েছে৷ বিশেষত লাক্ষাদ্বীপকে নিয়ে মলদ্বীপের সঙ্গে ভারতের দ্বৈরথ শুরু হওয়ার পর সেই উৎসাহ আরও বৃদ্ধি পেয়েছে৷ কিন্তু চাইলেই দেশের আর পাঁচটা জায়গার মতো লাক্ষাদ্বীপে চলে যাওয়া সম্ভব নয়৷ লাক্ষাদ্বীপে বেড়াতে যেতে গেলেও নির্দিষ্ট পদ্ধতি মেনে অনুমতি নিতে হবে৷ তৈরি করতে হবে পারমিট৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পর থেকেই লাক্ষাদ্বীপ নিয়ে উৎসাহ তুঙ্গে ভারতীয়দের৷ ছবি- পিটিআই
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পর থেকেই লাক্ষাদ্বীপ নিয়ে উৎসাহ তুঙ্গে ভারতীয়দের৷ ছবি- পিটিআই
advertisement

একনজরে দেখে নেওয়া যাক, লাক্ষাদ্বীপ ঘুরতে যাওয়ার জন্য কীভাবে পারমিট তৈরি করতে হয়, পৌঁছানোর উপায়ই বা কী-

লাক্ষাদ্বীপের বাসিন্দা নন, এমন কোনও ব্যক্তি যদি সেখানে যেতে চান তাহলে তার জন্য পারমিট তৈরি করাতে হয়৷ মূলত দু ভাবে পারমিট পাওয়া সম্ভব৷ একটি হল অনলাইন আবেদনের মাধ্যমে এবং দ্বিতীয়টি হল অফলাইন আবেদনের মাধ্যমে৷

advertisement

অনলাইন আবেদনের পদ্ধতি-

অনলাইন আবেদনের জন্য ই পারমিট পোর্টাল https://epermit.utl.gov.in/pages/signup -এ গিয়ে আবেদন করতে হয়৷ এই পোর্টালটিতে আবেদনকারীকে প্রথমে নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলতে হবে৷ এর পর নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে৷ কোন কোন দ্বীপে যেতে চান, বেড়াতে যাওয়ার তারিখ সহ প্রয়োজনীয় নথি আপলোড করে নির্দিষ্ট ফি দিতে হবে৷

advertisement

এর পর লাক্ষাদ্বীপ পৌঁছনোর দিন ১৫ আগে আবেদনকারীর কাছে ই মেল মারফত পারমিট চলে আসে৷

আরও পড়ুন: ইনস্টাগ্রামে স্ত্রীর সাড়ে ৯ হাজার ফলোয়ার! আপত্তি জানাতে শ্বশুরবাড়ি গিয়ে আর ফিরলেন না যুবক

অফলাইন পারমিট পাওয়ার পদ্ধতি

অফলাইন পারমিটের জন্য লাক্ষাদ্বীপ প্রশাসনের এই ওয়েবসাইট http://www.lakshadweeptourism.com/contact.html-এ গিয়ে ফরম ডাউনলোড করতে হবে৷ অথবা কাভারত্তিতে জেলাশাসকের অফিস থেকে এই ফরম সংগ্রহ করতে হবে৷ এই ফরম পূরণ করে একই ভাবে সমস্ত নথি সহ জেলাশাসকের অফিসে জমা দিতে হবে৷ এই পদ্ধতিতে পারমিট পেতে অনেক বেশি সময় লাগে৷ ফলে অনলাইন আবেদন করাই শ্রেয়৷

advertisement

পারমিটের জন্য কী কী নথি প্রয়োজন?

একটি পাসপোর্ট সাইজের ছবি৷

আধার, ভোটার কার্ডের মতো যে কোনও একটি সরকারি পরিচয়পত্রের প্রতিলিপি৷

বিমান টিকিটের মতো বেড়াতে যাওয়ার যে কোনও একটি প্রমাণ৷

হোটেল অথবা রিসর্ট বুকিংয়ের নথি৷

পারমিট পাওয়ার খরচ

প্রত্যেক আবেদনকারী পিছু পারমিট ফি ৫০ টাকা৷ এ ছাড়াও ১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য হেরিটেজ ফি ১০০ টাকা এবং ১১৮ বছরের উপরে মাথাপিছু ২০০ টাকা করে দিতে হবে৷ তিরিশ দিনের জন্য এই পারমিট বৈধ থাকে৷ বিশেষ ক্ষেত্রে অবশ্য সময়সীমা বাড়তে পারে৷

advertisement

কোন দ্বীপগুলিতে যেতে পারেন পর্যটকরা?

লাক্ষাদ্বীপের পাঁচটি দ্বীপেই পর্যটকরা যেতে পারেন৷ সেগুলি হল কাভারত্তি, আগত্তি, কদমত, মিনিকয় এবং বনগরম৷

লাক্ষাদ্বীপ পৌঁছনোর উপায়

কোচি হয়েই লাক্ষাদ্বীপ পৌঁছতে হবে৷ বলা ভাল লাক্ষাদ্বীপের প্রবেশদ্বার হল কোচি৷ কোচি থেকেই লাক্ষাদ্বীপ যাওয়ার জাহাজ এবং বিমান ছাড়ে৷ আগাত্তি, বঙ্গারামের মতো দ্বীপগুলিতে যাওয়ার বিমানও কোচি থেকেই ছাড়ে৷

অক্টোবর থেকে মে মাসের মধ্যে আগাত্তি থেকে কাভারত্তি এবং কদমতে যাওয়ার বোট ছাড়ে৷ বর্ষার সময় আগাত্তি থেকে কাভারত্তি যাওয়ার জন্য হেলিকপ্টার পরিষেবাও থাকে৷ কোচি থেকে বিমানে আগাত্তি যেতে ঘণ্টা দেড়েক সময় লাগে৷

কোচি থেকে লাক্ষাদ্বীপের বিভিন্ন দ্বীপের মধ্যে সাতটি যাত্রীবাহী জাহাজ চলাচল করে৷ সেগুলি হল এম ভি কাভারত্তি, এম ভি আরাবিয়ান সি, এম ভি লাক্ষাদ্বীপ সি, এম ভি লেগুন, এম ভি কোরালস, এম ভি আমিনডিভি এবং এম ভি মিনিকয়৷ জাহাজে সবমিলিয়ে ১৪ থেকে ১৮ ঘণ্টা সময় লাগে৷

জাহাজগুলিতে এসি প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণি, চারটি বার্থের কেবিন, এসি সিটিং-এর মতো বিভিন্ন ব্যবস্থা রয়েছে৷ এক রাতের যাত্রায় আরামদায়ক এসি চেয়ারে বসে গেলেও খুব অসুবিধা হয় না৷

আয়তনের দিক থেকে ভারতের সবথেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে বেড়াতে এলে আগে থেকে পরিকল্পনা করে পারমিটের জন্য আবেদন করে রাখা ভাল৷ কারণ আগে এলে আগে পাবেন ভিত্তিতে পারমিট দেওয়া হয়৷ আর গত কয়েকদিনে তো লাক্ষাদ্বীপে বেড়াতে যাওয়ার হিড়িক লেগেছে৷ মলদ্বীপের মতো বিদেশযাত্রা বাতিল করে লাক্ষাদ্বীপে যাওয়ার পরিকল্পনা করছেন বহু মানুষ৷ লাক্ষাদ্বীপ বেড়াতে যাওয়ার সবথেকে ভাল সময় অক্টোবর থেকে মার্চ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পেশায় দিনমজুর আদিবাসী বৃদ্ধের ভুবন ভোলানো প্রতিভা! নিজের কানেই শুনুন
আরও দেখুন

লাক্ষাদ্বীপ বেড়াতে যাওয়ার পরিকল্পনা করার সময় সবথেকে গুরুত্বপূর্ণ আপনি কোন কোন দ্বীপে যাবেন,তা ঠিক করা৷ এক একটি দ্বীপ ভিন্ন কারণে জনপ্রিয়৷ কাভারত্তির বাজারগুলি পর্যটকদের মধ্যে জনপ্রিয়, আগত্তি আবার বিখ্যাত ওয়াটার স্পোর্টসের জন্য৷ কদমত আবার সমুদ্র সৈকতে সময় কাটানোর জন্য পর্যটকদের পছন্দের৷

বাংলা খবর/ খবর/দেশ/
Lakshadweep travel guide: লাক্ষাদ্বীপ বেড়াতে গেলে চাই পারমিট, কীভাবে আবেদন করবেন? জানুন খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল