নিজের X হ্যাান্ডেলে ওমর আবদুল্লাহ লেখেন, ‘লাদাখকে রাজ্যের তকমা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়নি৷ ২০১৯ সালেওরা কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া রীতিমতো উদযাপন করেছিল৷ কিন্তু এখন ওরা মনে করছে ওরা প্রতারিত এবং ক্ষুব্ধ’৷
advertisement
ওমর আবদুল্লাহ লেখেন, ‘এখন আপনারই ভাবুন জম্মু ও কাশ্মীরকে যে রাজ্যের তকমা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটা যখন পূর্ণ হয়নি, তখন জম্মু-কাশ্মীরের মানুষের মনে কী চলছে? ওরাও প্রতারিত এবং হতাশ! যদিও আমরা আমাদের দাবি গণতান্ত্রিক উপায়ে, শান্তিপূর্ণ ভাবে এবং দায়িত্বশীলতার সঙ্গে পেশ করে এসেছি’৷
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিডিপির সভাপতি মেহবুবা মুফতিও এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সময় এসে গেছে, ২০১৯ এর পর থেকে এখানে সত্যি সত্যি কী কী পরিবর্তন হয়েছে, এবার অন্তত কেন্দ্র সেটা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিবেচনা করুক৷’ তিনি জানান, চিরটাকাল শান্তির জন্য পরিচিত লাদাখও এখন বিক্ষোভের আগুনে জ্বলছে৷ তিনি লেখেন, ‘মানুষ ধৈর্য হারিয়েছে, প্রতারিত অনুভব করছে, নিরাপত্তহীনতায় ভুগছে৷ সময় এসে গেছে দিন প্রতি সমস্যার সমাধান না করে সমস্যার শিকড় পর্যন্ত পৌঁছে দ্রুত এবং স্বচ্ছ ভাবে সমস্যার সমাধান করা’৷