Delhi Ashram: ‘বেবি, আই লাভ ইউ...’! ২১ বছরের ছাত্রীকে ৬২-র স্ব-ঘোষিত ধর্মগুরু ‘বাবা’ আর যা যা লিখেছেন...জানলে গা ঘিনঘিন করবে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Delhi Ashram: এবার সামনে এল ২১ বছর বয়সী এক ছাত্রীকে করা ‘বাবার’ আপত্তিকর ‘টেক্সট মেসেজ’। ৬২ বছর বয়সী অভিযুক্ত ‘বাবা’ ছাত্রীর চেহারা সম্পর্কে মন্তব্য করেছিলেন।
advertisement
1/7

যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত স্বামী চৈতন‍্যানন্দ সরস্বতী ওরফে স্বামী পার্থসারথীর একের পর এক কীর্তি প্রকাশ‍্যে। দিল্লির একটি বেসরকারি ম্যানেজমেন্ট সংস্থার ডিরেক্টর জনপ্রিয় ‘বাবা’ ছাত্রীদের অশ্লীল মেসেজ করে ডাকতেন নিজের ঘরে। করতেন জোর করে যৌনসঙ্গম। এবার সামনে এল ২১ বছর বয়সী এক ছাত্রীকে করা ‘বাবার’ আপত্তিকর ‘টেক্সট মেসেজ’। ৬২ বছর বয়সী অভিযুক্ত বাবা ছাত্রীর চেহারা সম্পর্কে মন্তব্য করেছিলেন।
advertisement
2/7
সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ছাত্রী FIR-এ উল্লেখ করেছেন যে তিনি প্রথমবার স্ব-ঘোষিত ধর্মগুরু এবং ইনস্টিটিউটের চেয়ারম্যানের সঙ্গে তার প্রথম যোগাযোগ হয়েছিল গত বছর। তখন তিনি সংস্থার চ্যান্সেলর ছিলেন।
advertisement
3/7
ছাত্রীর অভিযোগ, চৈতন্যানন্দ তাদের প্রথম সাক্ষাতের সময় তাকে "অদ্ভুতভাবে" দেখেছিলেন। ছাত্রীর জানিয়েছেন, তিনি অভিযুক্ততে প্রথম টেক্সট করেছিলেন তার ডাক্তারি পরীক্ষার মেডিক‍্যাল রিপোর্ট শেয়ার করতে। কারণ সেসময় একটি কারণে চোট পেয়েছিলেন ওই ছাত্রী।
advertisement
4/7
‘বাবা’ ‘রিপ্লাই’ দিয়েছিলেন খুব অদ্ভুত সময়ে। রিপ্লাই আরও অদ্ভুত। ‘‘বেবি আই লাভ ইউ। আমার তোমাকে ভীষণ পছন্দ। আজ তোমায় খুব সুন্দর দেখাচ্ছিল।’’ বাবার এটি ছিল একটি মেসে। এখানেই শেষ নয়। অভিযুক্ত ছাত্রীর চুলের প্রশংসাও করেছেন।
advertisement
5/7
FIR-এ উল্লেখ‍্য ছাত্রী কোনও প্রত‍্যুত্তর না দেওয়ায় অশ্লীল মেসেজ ট‍্যাগ করে রিপ্লাই দিতে বলেন স্ব-ঘোষিত ধর্মগুরু। ছাত্রীর আরও অভিযোগ এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের ডিনের কাছে অভিযোগ করেও কোনও লাভ হয় নি। উল্টে ডিন তাকে উত্তর দিতে বলেন।
advertisement
6/7
অ‍ন‍্যদিকে নিজেকে ‘গডম‍্যান’ বলে দাবি করা অভিযুক্ত ‘বাবার’ বিরুদ্ধে একাধিক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। যদিও অভিযুক্ত এখনও পলাতক। সূত্রের খবর, শেষবার তাকে আগ্রার কাছে দেখা গিয়েছে পুলিশের একাধিক দল তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে। সূত্রের খবর, দিল্লি আশ্রমের সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হয়েছে। এমনকী নিজের নামও সরস্বতী থেকে বদলে পার্থ করে ফেলেছেন অভিযুক্ত।
advertisement
7/7
প্রসঙ্গত, দিল্লির এই জনপ্রিয় বাবার কীর্তি প্রকাশ‍্যে আসার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। তদন্তে প্রকাশ, হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে গভীর রাতে ছাত্রীদের মেসেজ করে নিজের ঘরে ডাকতেন প্রতিষ্ঠানের ডিরেক্টর ‘বাবা’। মূলত ইডাব্লিউএস স্কলারশিপ প্রাপ্ত ছাত্রীরাই ছিল বাবার ‘টার্গেট’। জানা গিয়েছে, ছাত্রীদের যৌনসঙ্গমে বাধ‍্য করতেন অভিযুক্ত বাবা। ছাত্রীরা বাধা দিলে তাদের ফেল করিয়ে দেওয়া, পরীক্ষায় কম নম্বর দেওয়ার ভয় দেখাতেন অভিযুক্ত।