TRENDING:

Kunal Ghosh: আইন না মেনেই চার্জশিট ত্রিপুরা পুলিশের, সীতার পাতাল প্রবেশ মামলায় বড় স্বস্তি কুণালের

Last Updated:

সরকারি আইনজীবীও মেনে নেন চার্জশিটে আইনের নির্দেশ মানা হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগরতলা: আইন না মেনে পুলিশ চার্জশিট দেওয়ায় শনিবার 'সীতার পাতাল প্রবেশ' সংক্রান্ত তিনটি মামলায় কুণাল ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন আটকে গেল। তিনটি মামলাতেই সশরীরে হাজিরা থেকে আপাতত অব্যাহতি পাচ্ছেন কুণাল।
advertisement

এ দিন ত্রিপুরার উদয়পুরে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সুস্মিতা দাসের এজলাসে কুণাল ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের কথা ছিল। কুণাল নিজে উপস্থিতও ছিলেন।

কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী পিটিশন দিয়ে বলেন, 'যে ধারাগুলিতে চার্জশিট দেওয়া হয়েছে, তার মধ্যে একটি ধারায় আইন না মেনে চার্জশিট দিয়েছে পুলিশ। এর উপর দাঁড়িয়ে চার্জ গঠন করা যায় না।

advertisement

সরকারি আইনজীবীও মেনে নেন চার্জশিটে আইনের নির্দেশ মানা হয়নি।

এই নিয়ে দীর্ঘ শুনানির পর আটকে যায় চার্জ গঠন। বিচারক জানান পরে নির্দেশ দেবেন।'

আরও পড়ুন: সুদীপ্ত সেনের চিঠির মতোই নকল অডিও ক্লিপ! অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

এ দিন আইনজীবী অয়ন এবং প্রবাহনের আর্জিতে সাড়া দিয়ে তিনটি মামলাতেই কুণালকে সশরীরে উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে সেপ্টেম্বরেই পরের শুনানির দিন কুণালকে আসতে হবে না।

advertisement

কুণাল এদিন বলেন, "সীতার পাতালপ্রবেশ সবাই জানেন। আমি জনমদুখিনী সীতা মায়ের কথা বলে কোনও অন্যায় করিনি। বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে আক্রমণ করত বলেই আমি কথা প্রসঙ্গে বিষয়টি তুলেছিলাম। রাজনীতিতে ধর্ম জড়ানো কখনওই উচিত নয়। রামের নামে সন্ত্রাস করেছিল বলেই আমি মা সীতার পরিণতির কথা বলেছিলাম।"

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরপর কুণাল অমরপুর পার্টি অফিসে তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বিকেলে আগরতলায় রাজ্য দফতরেও যান তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Kunal Ghosh: আইন না মেনেই চার্জশিট ত্রিপুরা পুলিশের, সীতার পাতাল প্রবেশ মামলায় বড় স্বস্তি কুণালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল