TRENDING:

Kota News: বাড়ির জলের ট্যাঙ্কে ওটা কী নড়েছে? দেখেই চোখ কপালে উঠল বাড়ির মালিকের

Last Updated:

নির্মীয়মান বাড়ি। সেই বাড়ির জলট্যাঙ্কের ভিতর থেকে আসছিল ফোঁস ফোঁস শব্দ! ট্যাঙ্কের ঢাকনা খুলতেই ভয়ে সিঁটিয়ে গেলেন বাড়ির মালিক গজেন্দ্র সিং। ট্য়াঙ্কের ভিতর আস্ত একটি সাপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোটা: নির্মীয়মান বাড়ি। সেই বাড়ির জলট্যাঙ্কের ভিতর থেকে আসছিল ফোঁস ফোঁস শব্দ! ট্যাঙ্কের ঢাকনা খুলতেই ভয়ে সিঁটিয়ে গেলেন বাড়ির মালিক গজেন্দ্র সিং। ট্য়াঙ্কের ভিতর আস্ত একটি সাপ। তাও যে-সে সাপ নয়! একেবারে কালো কুচকুচে কোবরা। দৈর্ঘে প্রায় ৫ ফুট লম্বা কালো কোবরাটি। গত রবিবার সকালে বাড়ির মালিক গজেন্দ্র সিং দেখতে পান এবং সঙ্গে সঙ্গে সাপটিকে ধরার গোবিন্দ শর্মাকে ফোন করেন।
জলের ট্যাঙ্ক
জলের ট্যাঙ্ক
advertisement

গোবিন্দ শর্মা পেশায় একজন সাপুড়ে। তিনি জানান, বৃষ্টির কারণে ট্যাঙ্কটি জলে ভরে গিয়েছিল। সেই কারণেই কোনও ভাবে সাপটি ঢুকে পড়েছে। বাড়ির মালিক দু-তিন দিন আগে যখন এসেছিলেন, তখন ট্যাঙ্কে কিছুই ছিল না। তারপর রবিবার সকালে এসে কোবরা সাপ দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান। তারপর দেখেন সেটি জলের ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।

advertisement

আরও পড়ুন:  গুড় দিয়ে তৈরি; ১০০ বছরের পুরনো সেতুর আকর্ষণ অটুট! অনন্য নির্মাণশৈলীতে হতবাক আধুনিক ইঞ্জিনিয়ারও!

এরপর সাপটিকে উদ্ধার করার ব্যবস্থা করা হয়। সেই জন্যই বন দফতরে খবর দেওয়া হয়। বন দফতরে আধিকারিকরা আসেন। ৫ ফুট লম্বা ওই কালো কোবরাটিকে উদ্ধার করে নিয়ে যান। তারপর সাপটিকে মুকুন্দার জঙ্গলে ছেড়ে দেন।

advertisement

আরও পড়ুন:  পাশ থেকে দেখা যায়, অথচ সামনে থেকে নয়! চম্বল রিভার ফ্রন্টের ‘মিস্টার ইন্ডিয়া’ তাক লাগাচ্ছে!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সাপুড়ে গোবিন্দ শর্মা জানান, কোনও সাপ দেখলে তা মারতে বারন করেন। বন দফতরকে জানালে তারা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে সাপটিকে উদ্ধার করবে। যতক্ষণ না কোনও প্রাণীর আক্রমণ করে, ততক্ষণ পর্যন্ত তাকে আক্রমণ করা উচিত না। সাপ কারও ক্ষতি করে না।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Kota News: বাড়ির জলের ট্যাঙ্কে ওটা কী নড়েছে? দেখেই চোখ কপালে উঠল বাড়ির মালিকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল