ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই রুটটি ভারতের আকাশ পথকে আরও গতিশীল ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত করতে সাহায্য করবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে সংস্কৃতিক ও অর্থনৈতিক বিনিময় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।দুই দেশের দুই শহরের মধ্যে সরাসরি কোনও পরিষেবা ছিল না। সময় ও ব্যয়ের দিক থেকে যাত্রীদের ভ্রমণকে জটিল করে তুলত। নতুন এই পরিষেবার ফলে যাত্রীরা দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের অভিজ্ঞতা পাবেন। রবিবার প্রথম চিনের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি।
advertisement
আরও পড়ুনঃ সব রাজ্যেই হবে এসআইআর! হবে না কেবল অসমে! কেন জানেন? আসল কারণ জানিয়ে দিলেন নির্বাচন কমিশনার
রাত দশটা নাগাদ মোট ১৭৬ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে রওনা দেয় বিমানটি। পৌঁছতে সময় লাগছে মাত্র সাড়ে তিন ঘণ্টা। আগে যেখানে প্রায় ১২ ঘণ্টার ওপর লাগত, সেখান এই পরিষেবা চালু হওয়ায় ব্যাপক সুবিধা পাবেন যাত্রীরাও। কলকাতা থেকে চিনের গুয়াংঝো শহরের মধ্যে বিমান পরিষেবা চালু হওয়ায় যাত্রীদের মধ্যে খুশি দেখা গিয়েছে। এই নয়া বিমান পরিষেবা চালুর আগে কলকাতা বিমানবন্দরে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো চালু করতে চলেছে কলকাতা থেকে চিন সরাসরি বিমান পরিষেবা। দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে চিনের গুয়াংঝো শহরে পৌঁছবে এই বিমানটি।
জানানো হয়েছে, রবিবার অর্থাৎ ২৬ অক্টোবর থেকেই চালু হয়ে গেছে এই বিমান পরিষেবা। ইতিমধ্যেই, ভারতের বিমান পরিবহন মন্ত্রক এই পরিষেবার অনুমোদন করেছে। আন্তর্জাতিক স্তরে নতুন এই রুট চালুর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক, শিক্ষাগত ও পর্যটন সহযোগিতা এক নতুন পর্যায়ে পৌঁছাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতদিন পর্যন্ত কলকাতা থেকে গুয়াংঝো যেতে যাত্রীদের বিভিন্ন ট্রানজিট শহরে থামতে হত।
