আরও পড়ুন: উত্তর-পূর্ব ভারতে চোখ রাঙাচ্ছে বৃষ্টি, বাংলায় কবে থেকে কমবে বৃষ্টি? কী জানাল হাওয়া অফিস?
প্রসঙ্গত, গত ১০ মার্চ আচমকাই বিস্ফোরণ হয় কোচি পুলিশের ত্রিপুনিথুরা পুলিশ শিবিরে। কী ভাবে বিস্ফোরণ হল, তা নিয়ে তদন্ত শুরু করেছিল পুলিশের একটি দল। পুলিশ সূত্রে খবর, বাহিনীর গোলাবারুদ শাখার দায়িত্বে যে আধিকারিক ছিলেন, তাঁর গাফিলতিতেই এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ফাঁকা কার্তুজ প্রোটোকল অনুযায়ী সূর্যের আলোতে শুকনো করা হয়। কিন্তু, এখানে ওই আধিকারিক নিজের কাছেই ফাঁকা কার্তুজ রেখে দিয়েছিলেন। তারপরে তিনি তা রান্না ঘরে নিয়ে গিয়ে তাতে তাপ দিতে থাকেন।
advertisement
আরও পড়ুন: সৌরভকে হত্যা করার পর সাহিলের জন্য কেক অর্ডার করেন মুসকান! তাঁর সেই ভয়েস ক্লিপ এখন ভাইরাল
ফাঁকা কার্তুজের ভিতরে থাকা গানপাউডার থেকেই প্রবল বিস্ফোরণ হয়। যদিও, বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। অন্য কোনও রান্নাঘরেও আগুন লাগেনি, আশেপাশের বাড়ি বা ক্যাম্পের অন্যান্য জায়গাতেও আগুন লাগে নি।
