TRENDING:

Police: ফাঁকা কার্তুজ ভাজার চেষ্টা পুলিশ আধিকারিকের! সেখান থেকেই বিস্ফোরণ কোচির পুলিশ ক্যাম্পে

Last Updated:

কোচির এরনাকুলামে পুলিশ ক্যাম্পের সশস্ত্র শাখার রান্নাঘরে বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরণর তদন্তে নেমে হতবাক হয়ে গিয়েছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচি: কোচির এরনাকুলামে পুলিশ ক্যাম্পের সশস্ত্র শাখার রান্নাঘরে বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরণর তদন্তে নেমে হতবাক হয়ে গিয়েছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। অভিযোগ, এক সাব-ইনস্পেকটর পদাধিকারীর আধিকারিক ফাঁকা কার্তুজ প্যানে ভাজার চেষ্টা করছিলেন। সেই সময়েই প্রচণ্ড বিস্ফোরণ হয়। মূলত, গান স্যালুট দেওয়ার জন্য বুলেট গুলি ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে সেই ফাঁকা কার্তুজই ভাজার চেষ্টা করেন ওই আধিকারিক।
অবাক করা কাণ্ডে তাজ্জব সবাই। (Ai image)
অবাক করা কাণ্ডে তাজ্জব সবাই। (Ai image)
advertisement

আরও পড়ুন: উত্তর-পূর্ব ভারতে চোখ রাঙাচ্ছে বৃষ্টি, বাংলায় কবে থেকে কমবে বৃষ্টি? কী জানাল হাওয়া অফিস?

প্রসঙ্গত, গত ১০ মার্চ আচমকাই বিস্ফোরণ হয় কোচি পুলিশের ত্রিপুনিথুরা পুলিশ শিবিরে। কী ভাবে বিস্ফোরণ হল, তা নিয়ে তদন্ত শুরু করেছিল পুলিশের একটি দল। পুলিশ সূত্রে খবর, বাহিনীর গোলাবারুদ শাখার দায়িত্বে যে আধিকারিক ছিলেন, তাঁর গাফিলতিতেই এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ফাঁকা কার্তুজ প্রোটোকল অনুযায়ী সূর্যের আলোতে শুকনো করা হয়। কিন্তু, এখানে ওই আধিকারিক নিজের কাছেই ফাঁকা কার্তুজ রেখে দিয়েছিলেন। তারপরে তিনি তা রান্না ঘরে নিয়ে গিয়ে তাতে তাপ দিতে থাকেন।

advertisement

আরও পড়ুন: সৌরভকে হত্যা করার পর সাহিলের জন্য কেক অর্ডার করেন মুসকান! তাঁর সেই ভয়েস ক্লিপ এখন ভাইরাল

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথা-কম্বলের দিন শেষ! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট
আরও দেখুন

ফাঁকা কার্তুজের ভিতরে থাকা গানপাউডার থেকেই প্রবল বিস্ফোরণ হয়। যদিও, বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। অন্য কোনও রান্নাঘরেও আগুন লাগেনি, আশেপাশের বাড়ি বা ক্যাম্পের অন্যান্য জায়গাতেও আগুন লাগে নি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Police: ফাঁকা কার্তুজ ভাজার চেষ্টা পুলিশ আধিকারিকের! সেখান থেকেই বিস্ফোরণ কোচির পুলিশ ক্যাম্পে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল