Meerut Murder Case: সৌরভকে হত্যা করার পর সাহিলের জন্য কেক অর্ডার করেন মুসকান! তাঁর সেই ভয়েস ক্লিপ এখন ভাইরাল

Last Updated:

মেরঠে মার্চেন্ট নেভি অফিসারকে টুকরো টুকরো করে হত্যার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মৃত সৌরভ রাজপুতের স্ত্রী মুসকান রাস্তোগি এবং তাঁর প্রেমিক সাহিল শুক্লকে।

সৌরভকে হত্যার পর কেন ফোন করতে নিষেধ করেছিলেন মুসকান? (ছবি- নিজস্ব)
সৌরভকে হত্যার পর কেন ফোন করতে নিষেধ করেছিলেন মুসকান? (ছবি- নিজস্ব)
মেরঠে: মেরঠে মার্চেন্ট নেভি অফিসারকে টুকরো টুকরো করে হত্যার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মৃত সৌরভ রাজপুতের স্ত্রী মুসকান রাস্তোগি এবং তাঁর প্রেমিক সাহিল শুক্লকে। আর এই তদন্তে উঠে আসছে একের পর এক শিউরে ওঠা তথ্য।
ইতিমধ্যেই মুস্কানের একটি হোয়াটসঅ্যাপের ভয়েস নোট রীতিমত ভাইরাল হয়েছে। নিজের স্বামীকে হত্যা করার পর সিমলাতে এক ক্যাব চালককে কেক আনার নির্দেশ দিতে শোনা যায় মুস্কানকে। ওই ভয়েস মেসেজে ক্যাব চালককে মুসকানকে নির্দেশ দিতে শোনা যায় কেক পাওয়ার পর ফোন না করে মেসেজ করতে। ক্যাব চালককে তিনি জানান, এটা সাহিলের জিনিস তাই তাঁকে ফোন না করতে। প্রসঙ্গত, গত ১১ মার্চ এই কেকটি প্রেমিক সাহিল শুক্লের জন্য এই কেক অর্ডার করেন মুস্কান।
advertisement
আরও পড়ুন: স্বামী-স্ত্রী যেমন করে সবই করছিল! ড্রাইভারের গোপন জবানবন্দিতে মেরঠ মার্ডার কেসে নয়া মোড়
গত ৪ মার্চ মুসকান এবং সাহিল দুজনে মিলে মেরঠের সৌরভ রাজপুতকে প্রথমে ঘুমের ওষুধ দিয়ে অচৈতন্য করে। তারপর গলা কেটে খুন করে কুচি কুচি করে ১৫ টুকরো করে ফেলে। কিন্তু, দেহ লোপাট করতে না পেরে ড্রামের মধ্যে দেহ লুকিয়ে সিমলা পালিয়ে যায় ওই দুজন।
advertisement
advertisement
মেরঠের এসএসপি ডঃ বিপিন টাডা আগেই জানিয়েছিলেন, “সৌরভকে হত্যার পর তাঁরা দেহ লোপাট করতে চেয়েছিল। কিন্তু, সেটা করতে না পেরেই তাঁরা দেহ বাথরুমে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়।”
আরও পড়ুন:
অন্যদিকে, এই ঘটনা সামনে আসতেই গোাট দেশ কার্যত বারংবার শিউরে উঠছে। হত্যার নৃশংসতায় কেঁপে উঠেছে আসমুদ্রহিমাচল। এর মাঝেই এই ভয়েস নোট সামনে আসতে আবারও শিউরে উঠছেন অনেকেই।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Murder Case: সৌরভকে হত্যা করার পর সাহিলের জন্য কেক অর্ডার করেন মুসকান! তাঁর সেই ভয়েস ক্লিপ এখন ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement