TRENDING:

Who Is Rajesh Bhai Sakariya? দিল্লির মুখ্যমন্ত্রীকে ঠাটিয়ে চড়, ধরলেন চুলের মুঠি, গুজরাতি রাজেশ ভাই সাকারিয়া আসলে কে সামনে এল সত্যি!

Last Updated:

Who Is Rajesh Bhai Sakariya? প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল ৮টা নাগাদ সাকারিয়া মুখ্যমন্ত্রীর কাছে যান, তাঁকে একটি নথি তুলে দেন, চিৎকার করেন এবং তারপর তাঁকে চড় মারেন, চুলে হাত দেন৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বুধবার একটি জনশুনানির সময় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর আক্রমণকারী ব্যক্তির নাম  এল সামনে৷ ৪১ বছর বয়সী রাজেশ ভাই খিমজি সাকারিয়া হিসেবে শনাক্ত করা হয়েছে৷  সূত্র সিএনএন-নিউজ ১৮ কে এই নাম জানিয়েছে। সাকারিয়াকে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হয়৷  তাকে বর্তমানে দিল্লি পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, তদন্তকারীরা বলছেন যে অভিযুক্ত ব্যক্তি তিহার জেলে থাকা এক আত্মীয়ের বিষয় সংক্রান্ত নথিপত্র নিয়ে ঘটনাস্থলে এসেছিলেন। ওয়াকিবহাল মহলের ধারনা আত্মীয়ের মুক্তির জন্য তিনি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইতেই এসেছিলেন৷
কে এই রাজেশ সাকারিয়া
কে এই রাজেশ সাকারিয়া
advertisement

সূত্র জানিয়েছে, অভিযুক্তের পরিচয় এবং বাসস্থানের তথ্য নিশ্চিত করতে দিল্লি পুলিশ গুজরাত পুলিশের সহায়তা চেয়েছে। তারা আরও জানিয়েছে যে সাকারিয়া মুখ্যমন্ত্রীর কাছে কাগজ হাতে তুলে দেওয়ার সময়ে নিজেই নিজের পরিচয় দিয়েছিলেন এবং এরপরে হঠাৎই ঠাস করে চড় মেরে দেন৷  তার কোনও রাজনৈতিক দলের প্রতি সংযোগ আছে কিনা, তা এখনও যাচাই করা হয়নি। ঘটনাটি ঘটে সিএম গুপ্তার বাসভবনে সাপ্তাহিক ‘জন শুনওয়াই’ অনুষ্ঠান চলাকালীন, যেখানে নাগরিকরা অভিযোগ জানাতে আসেন।

advertisement

আরও পড়ুন  Indian Cricket Team: ভারতের এই কয়েকজন ক্রিকেটারের কাজ হবে বেঞ্চ ‘গরম’ করা, তাও ‘যোগ্য’দের বাদ দিয়ে কোন কোন অযোগ্য দলে

সকাল ৭টায় শুরু হওয়া এই অধিবেশনে নাগরিকরা একে একে মুখ্যমন্ত্রীর কাছে তাদের অভিযোগ পেশ করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল ৮টা নাগাদ সাকারিয়া মুখ্যমন্ত্রীর কাছে যান, তাঁকে একটি নথি তুলে দেন, চিৎকার করেন এবং তারপর তাঁকে চড় মারেন, চুলে হাত দেন৷  পাশাপাশি গালিগালাজ করেন বলে অভিযোগ। নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে এবং পরে গ্রেফতার করে।

advertisement

তাঁকে হেফাজতে নিয়ে সিভিল লাইনস থানায় স্থানান্তরিত করা হয়েছে, যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গুজরাত কর্তৃপক্ষের সহায়তায় দিল্লি পুলিশ তাঁর ব্যক্তিগত তথ্য যাচাই করছে।

গুপ্তাকে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়।

বিজেপি মুখপাত্র প্রবীণ শঙ্কর বলেন, “একজন ব্যক্তি, যারঁ বয়স প্রায় ৩৫ বছর বলে মনে করা হচ্ছে, হঠাৎ মুখ্যমন্ত্রীর উপর আক্রমণ করার আগে একটি নথি হস্তান্তর করেছিলেন। যদিও তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা তা এখনও স্পষ্ট নয়, তবে হামলার আগে তার মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে দিল্লিতে দলের অবস্থান নিয়ে অসন্তোষের সঙ্গে তাঁর সম্পর্ক থাকতে পারে।”

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Who Is Rajesh Bhai Sakariya? দিল্লির মুখ্যমন্ত্রীকে ঠাটিয়ে চড়, ধরলেন চুলের মুঠি, গুজরাতি রাজেশ ভাই সাকারিয়া আসলে কে সামনে এল সত্যি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল