TRENDING:

Kirti Azad joins TMC: দেশকে সঠিক দিশা দেখাতে মমতাকেই প্রয়োজন, তৃণমূলে যোগ দিয়ে বললেন কীর্তি আজাদ

Last Updated:

কীর্তি আজাদ ছাড়াও এ দিন দিল্লিতে তৃণমূলে যোগ দেন হরিয়ানার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক কানওয়ার, প্রাক্তন জেডিইউ নেতা পবন কুমার (Kirti Azad joins TMC)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরেই দিল্লিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস নেতা কীর্তি আজাদ (Kirti Azad joins TMC)৷ তৃণমূলে যোগ দিয়েই বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেন, এই মুহূর্তে দেশকে সঠিক দিশা দেখানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বকেই প্রয়োজন৷'
কীর্তি আজাদকে তৃণমূলে স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
কীর্তি আজাদকে তৃণমূলে স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

কীর্তি আজাদ (Kirti Azad) যে তৃণমূলে যোগ দিচ্ছেন, এ দিন সকালেই তা জানা গিয়েছিল৷ কীর্তি আজাদ ছাড়াও এ দিন দিল্লিতে তৃণমূলে যোগ দেন হরিয়ানার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক তনওয়ার, প্রাক্তন জেডিইউ নেতা পবন ভার্মা৷ মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে এক ধাক্কায় জাতীয় স্তরে নিজেদের উপস্থিতি আরও জোরালো করল তৃণমূল কংগ্রেস৷

আরও পড়ুন: বিপ্লব সরকারের বিরুদ্ধে বিস্ফোরক সুদীপ, পুরভোটের ঠিক আগে ত্রিপুরায় ব্যাকফুটে বিজেপি

advertisement

এ দিন সস্ত্রীক তৃণমূলে যোগ দেন কীর্তি আজাদ৷ তৃণমূলে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সামনে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশের উন্নতিতে কাজ করতে পারব ভেবেই আমি খুব খুশি৷ দেশকে সঠিক এবং নতুন দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বেরই প্রয়োজন৷ দেশের মধ্যে বিভাজন আটকে একতা ধরে রাখার চেষ্টা করব৷' কীর্তি জানিয়েছেন, রাজনীতি থেকে অবসর নেওয়ার আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে কাজ করতে চান তিনি৷

advertisement

আরও পড়ুন: দুপুরে রাজধানীতে তৃণমূল ঝড়, নেত্রীর ব্রিগেডে আসছেন অশোক তনওয়ার

কীর্তি আজাদের বাবা ভগবৎ ঝা আজাদ বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন৷ রাজনীতিতে পা দিয়ে বিজেপি-তে যোগদান করেন প্রাক্তন এই মারকুটে উইকেটকিপার ব্যাটসম্যান৷ ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে দারভাঙা থেকে দু' বার সাংসদ নির্বাচিত হন কীর্তি আজাদ৷ কিন্ত দিল্লি ক্রিকেট বোর্ডে দুর্নীতির অভিযোগে প্রয়াত অরুণ জেটলির সমালোচনা করার জন্য ২০১৫ সালে কীর্তি আজাদকে বহিষ্কৃত করে বিজেপি৷ ২০১৯ সালে কংগ্রেসে যোগ দেওয়ার পর ধানবাদ কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়লেও প্রায় পাঁচ লাখ ভোটে পরাজিত হন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

কীর্তি আজাদের স্ত্রী পুনম প্রথমে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন৷ কিন্তু ২০১৭ সালে আপ ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন পুনমও৷

বাংলা খবর/ খবর/দেশ/
Kirti Azad joins TMC: দেশকে সঠিক দিশা দেখাতে মমতাকেই প্রয়োজন, তৃণমূলে যোগ দিয়ে বললেন কীর্তি আজাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল