গত ১৯ জুন পঞ্জাব, গুজরাত এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বিধানসভা উপ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছিল কেরলের নিলাম্বুরে৷ ভোট গণনা শেষ পর্যায়ে পৌঁছতেই বোঝা যাচ্ছিল, আসন হাতছাড়া হতে চলেছে সিপিএমের৷
উপ নির্বাচনে সাধারণত শাসকদলের প্রার্থীরই জয় হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে৷ কিন্তু, এক্ষেত্রে ট্রেন্ড বদলে ১১ হাজার ৭৭ ভোট বেশি পেয়ে জয় পেয়েছেন কংগ্রেস জোট UDF (United Democratic Front)-এর প্রার্থী আর্যদান শৌকথ৷ হারিয়ে দিয়েছেন পিনারাই বিজয়নদের LDF (Left Democratic Front)-এর প্রার্থী বাম যুব নেতা এম স্বরাজকে৷
advertisement
আরও পড়ুন: মোদি-শাহের গুজরাতে আসন ছিনিয়ে নিল AAP! পঞ্জাবেও বড় জয়…এক ভোটে দুই আসন দখল কেজরির দলের
বামেদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত নিলাম্বুর নিয়ে মনে হয় জয় নিয়ে বিশেষ চিন্তা ছিল না বিজয়নদের৷ তাই তরুণ যুবনেতাকেই প্রার্থী করেছিলেন তাঁরা৷ এই যুবনেতাকে কিছু দিন আগেই সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর অন্তর্ভুক্ত করা হয়। তাঁর পরাজয় কেরলের বাম নেতৃত্বের কাছেই বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। দেখা গিয়েছে, নিলাম্বুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পোথুকল্লু পঞ্চায়েত এবং নিলাম্বুর পুর এলাকায় বামেদের ভোটব্যাঙ্কে ধস নামিয়েছে কংগ্রেস।
২০১৬ এবং ২০২১ এর বিধানসভা নির্বাচনে বাম জোট এলডিএফ সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে নিলাম্বুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন পি ভি আনবর৷ চলতি বছরের জানুয়ারি মাসে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন৷ ইস্তফা দেন বিধায়ক পদ থেকে৷ ফলে নিলাম্বুর আসনটি ফাঁকা হয়ে যায়৷
তবে ১৯ জুনের উপ নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি তিনি৷ তৃণমূল প্রার্থী হিসাবে জমা দেওয়া মনোনয়নপত্রটিতে তথ্যগত ত্রুটি থাকায় তা বাতিল করে দেয় কমিশন। পরে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করেন আনবর৷ তবে পর পর দু’বার যে আনবরে আস্থা রেখেছিলেন নিলাম্বুরের মানুষ, তাঁকেই এবার টেনে নামিয়ে দিয়েছেন তৃতীয় স্থানে৷