TRENDING:

Bypoll Results: হারল সিপিএম! দু’বারের জেতা আসন হাতছাড়া...ভোট ব্যাঙ্কে ধস নামিয়ে ছিনিয়ে নিল কংগ্রেস

Last Updated:

২০১৬ এবং ২০২১ এর বিধানসভা নির্বাচনে বাম জোট এলডিএফ সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে নিলাম্বুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন পি ভি আনবর৷ চলতি বছরের জানুয়ারি মাসে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন৷ ইস্তফা দেন বিধায়ক পদ থেকে৷ ফলে নিলাম্বুর আসনটি ফাঁকা হয়ে যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেরল: শক্ত ঘাঁটি৷ কঠিন ঠাঁই৷ সেখানেই নামল ধস৷ উপ নির্বাচনের ফল স্পষ্ট হতেই বোঝা গেল জেতা আসন হাতছাড়া হল সিপিএমে-র৷ চলে গেল কংগ্রেসের হাতে৷ তবে কেরলের কাহানিতে ট্যুইস্ট রয়েছে আরও৷ গত দই বিধানসভা নির্বাচনে কেরলের নিলাম্বুর বিধানসভা কেন্দ্র থেকে যে প্রার্থী পর পর জয় পেয়েছিলেন, তাঁকে দলে টেনেও দক্ষিণে ঘাসফুল ফোটাতে পারল না তৃণমূল৷ শেষ করতে হল তৃতীয় স্থানে৷ বিজেপির অবস্থা এখানে আরও করুন৷ তালিকায় চতুর্থ স্থানেই জায়গা মিলেছে তাদের৷ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শক্ত ঘাঁটির এই ধস কপালে ভাঁজ ফেলেছে পিনারাই বিজয়নদের৷
News18
News18
advertisement

গত ১৯ জুন পঞ্জাব, গুজরাত এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বিধানসভা উপ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছিল কেরলের নিলাম্বুরে৷ ভোট গণনা শেষ পর্যায়ে পৌঁছতেই বোঝা যাচ্ছিল, আসন হাতছাড়া হতে চলেছে সিপিএমের৷

উপ নির্বাচনে সাধারণত শাসকদলের প্রার্থীরই জয় হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে৷ কিন্তু, এক্ষেত্রে ট্রেন্ড বদলে ১১ হাজার ৭৭ ভোট বেশি পেয়ে জয় পেয়েছেন কংগ্রেস জোট UDF (United Democratic Front)-এর প্রার্থী আর্যদান শৌকথ৷ হারিয়ে দিয়েছেন পিনারাই বিজয়নদের LDF (Left Democratic Front)-এর প্রার্থী বাম যুব নেতা এম স্বরাজকে৷

advertisement

আরও পড়ুন: মোদি-শাহের গুজরাতে আসন ছিনিয়ে নিল AAP! পঞ্জাবেও বড় জয়…এক ভোটে দুই আসন দখল কেজরির দলের

বামেদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত নিলাম্বুর নিয়ে মনে হয় জয় নিয়ে বিশেষ চিন্তা ছিল না বিজয়নদের৷ তাই তরুণ যুবনেতাকেই প্রার্থী করেছিলেন তাঁরা৷ এই যুবনেতাকে কিছু দিন আগেই সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর অন্তর্ভুক্ত করা হয়। তাঁর পরাজয় কেরলের বাম নেতৃত্বের কাছেই বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। দেখা গিয়েছে, নিলাম্বুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পোথুকল্লু পঞ্চায়েত এবং নিলাম্বুর পুর এলাকায় বামেদের ভোটব্যাঙ্কে ধস নামিয়েছে কংগ্রেস।

advertisement

আরও পড়ুন : ভোটের রেজাল্টের মাঝেই নাবালিকার মৃত্যু, কারা ফাটাল বোমা? কালীগঞ্জের ঘটনায় এবার চাওয়া হল রিপোর্ট

২০১৬ এবং ২০২১ এর বিধানসভা নির্বাচনে বাম জোট এলডিএফ সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে নিলাম্বুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন পি ভি আনবর৷ চলতি বছরের জানুয়ারি মাসে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন৷ ইস্তফা দেন বিধায়ক পদ থেকে৷ ফলে নিলাম্বুর আসনটি ফাঁকা হয়ে যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

তবে ১৯ জুনের উপ নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি তিনি৷ তৃণমূল প্রার্থী হিসাবে জমা দেওয়া মনোনয়নপত্রটিতে তথ্যগত ত্রুটি থাকায় তা বাতিল করে দেয় কমিশন। পরে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করেন আনবর৷ তবে পর পর দু’বার যে আনবরে আস্থা রেখেছিলেন নিলাম্বুরের মানুষ, তাঁকেই এবার টেনে নামিয়ে দিয়েছেন তৃতীয় স্থানে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bypoll Results: হারল সিপিএম! দু’বারের জেতা আসন হাতছাড়া...ভোট ব্যাঙ্কে ধস নামিয়ে ছিনিয়ে নিল কংগ্রেস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল