কিছু বছর আগেও কাজিরাঙায় সেভাবে বাঘের দেখা পাওয়া যেত না। কিন্তু গত কয়েক বছরে বিষয়টা সম্পূর্ণ বদলে গিয়েছে। এখন সেখানে যথেষ্ট মাত্রায় বাঘের দর্শন পাওয়া যাচ্ছে। পর্যটকরা কাজিরাঙায় ঘুরতে গেলেই বাঘের দর্শন পাবেন এটা প্রায় নিয়ম হয়ে উঠেছে। তার ফলে ক্রমশই পর্যটকের সংখ্যা বাড়ছে।
আরও পড়ুন: ‘গাছতলার বিহু’ দেখেছেন? অসমের মাত্র দুটি জেলায় জোড়ায় জোড়ায় দেখা যায়
advertisement
কাজিরাঙা জাতীয় উদ্যান এবং টাইগার রিজার্ভ সদ্য শেষ হওয়া আর্থিক বছরে রেকর্ড সংখ্যক পর্যটক পেয়েছে। অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি দেশি ও বিদেশি পর্যটক গিয়েছিল। মোট ১২ হাজার ৬৯৭ জন পর্যটকের সংখ্যা বেড়েছে। আর তার হাত ধরে কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষের বছরে আয় বেড়েছে ৪৭ লক্ষ ৯৮ হাজার ৬৭৮ টাকা। আপনার যদি বাঘ দেখার শখ থাকে তবে সুন্দরবনের পাশাপাশি কাজিরাঙাকেও তালিকায় রাখতে পারেন, নিরাশ হবেন না।