পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় জড়িত জঙ্গিদের স্কেচ ইতিমধ্যেই প্রকাশ করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে স্কেচ তৈরি করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, স্কেচগুলি আসিফ ফৌজি বা আসিফ শেখ, সুলেমান শাহ এবং আবু তালহার ছবি। তিন জঙ্গির কোড নাম মুসা, ইউনুস এবং আসিফ বলে জানা গিয়েছে। পুঞ্চে সন্ত্রাসের ঘটনাতেও তারা জড়িত ছিল বলে মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ বন্ধ উত্তর সিকিম! তুমুল বৃষ্টি, ধসে বিপর্যস্ত লাচুং-লাচেন-মুন্সিথাং, আটকে ১০০০ পর্যটক
সূত্রের খবর, ২০১৮ সালে আইনত পাকিস্তানে গিয়েছিল আদিল, সেখানে সে সন্ত্রাসবাদের প্রশিক্ষণ নিয়েছিল। পহেলগাঁওয়ের বৈসরনে নিষিদ্ধ গোষ্ঠী লস্কর-ই-তৈবার সহযোগী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর সন্দেহভাজন সন্ত্রাসীরা পর্যটকদের উপর গুলি চালালে এই হামলা হয়। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে জঙ্গি হামলা চালানো হয়।