TRENDING:

Kashmir Attack: কাশ্মীরে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা! শহিদ জওয়ান, ভোটের মাঝেই ভয়ঙ্কর ঘটনা

Last Updated:

Kashmir Attack: বায়ুসেনার তরফে জানানো হয়েছে, দুই পক্ষের গুলির লড়াইতে ১ জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাশ্মীর: জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা। আর এই ঘটনা ঘিরে নতুন করে শনিবার চাঞ্চল্য তৈরি হয়েছে ভূস্বর্গে। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা ৬ টা নাগাদ এই হামলা চলে। এলাকার সুরানকোটের সানাইগ্রামে এই হামলা চলে বায়ুসেনার কনভয়ে। বায়ুসেনার গাড়িতে জঙ্গিরা গুলি করতেই তাদের পাল্টা গুলি করতে থাকেন বায়ুসেনার জওয়ানরাও।
কাশ্মীরে জঙ্গি হামলা
কাশ্মীরে জঙ্গি হামলা
advertisement

বায়ুসেনার তরফে জানানো হয়েছে, দুই পক্ষের গুলির লড়াইতে ১ জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। ওই ঘটনার পরেই গোটা এলাকায় সার্চ অপারেশন শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বড় ঘোষণা, SSC নিয়ে বড় পদক্ষেপ রাজ্য বিজেপির! বেছে নেওয়া হল ৬ জনকে

সেনা সূত্রের খবর, পুঞ্চ জেলার সুরানকোট এলাকায় সানাই টপ-এর দিকে যাচ্ছিল বায়ুসেনার একটি কনভয়। সেই সময়েই হামলা চালায় জঙ্গিরা। সূত্রের খবর, ওই জঙ্গি হামলায় এক সেনার মৃত্যু হয়েছে। ১ জন গুরুতর ভাবে জখম হয়েছেন। আরও তিনজনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বায়ুসেনার কনভয় ঘিরে ধরে গুলি চালিয়েছে জঙ্গিরা, এমনটাই অভিযোগ। এই হামলায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইতিমধ্যে রাষ্ট্রীয় রাইফেলস গোটা এলাকা ঘিরে ফেলেছে। শুরু হয়ে গিয়েছে এলাকা জুড়ে জঙ্গিদের খোঁজ। রাতের অন্ধকারে এই অতর্কিত হামলায় মোট কতজন জঙ্গি সামিল ছিল, তার তদন্ত চলছে। ইতিমধ্যেই জোর তল্লাশি শুরু হয়েছে। দেশে ভোটের মাঝে এই জঙ্গি হামলা নিঃসন্দেহে ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বায়ুসেনা জানিয়েছে, আহত হওয়ার পর ৫ বায়ুসেনা কর্মীকে সবচেয়ে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Kashmir Attack: কাশ্মীরে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা! শহিদ জওয়ান, ভোটের মাঝেই ভয়ঙ্কর ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল