গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে। রাজৌরি পুঞ্চ জাতীয় সড়ক হাই অ্যালার্টে জারি করা হয়েছে। জানা গিয়েছে, মিলিটারি ট্রাকে ৪৮ রাষ্ট্রীয় রাইফেলস-র জওয়ানরা ছিলেন। জম্মুর প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার রাত থেকে সেনা ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছিল ডেরা কি গলি এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় জঙ্গিদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ শুরু হয় যৌথ বাহিনীর। তার আগে বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ জঙ্গিরা সেনার দু’টি গাড়ির উপর হামলা চালায়। ওই দুই গাড়িতে করে যৌথ অভিযানের এলাকা নিয়ে আসা হচ্ছিল সেনাকর্মীদের। রাস্তাতেই জঙ্গিরা তাঁদের উপর হামলা চালায়।
advertisement
আরও পড়ুন: ভর সন্ধ্যায় কে এল দোকানে! নোদাখালিতে যা ঘটল, হাড়হিম হয়ে যাবে
জানা গিয়েছে, রাজৌরি এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পায় ভারতীয় সেনা। সেইমতো অপারেশনেও নামে তারা। কিন্তু সেখানে আগের থেকেই ফাঁদ পেতে রেখেছিল জঙ্গিরা। রাস্তায় দু পাশে রাইফেল থেকে গাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি চালায় একাধিক জঙ্গিরা। সেই হামলাতেই শহিদ হন তিন জন ভারতীয় জওয়ান।
আরও পড়ুন: ৩১ ডিসেম্বরের মধ্যে গ্যাসের বায়োমেট্রিক না করালেই ভর্তুকি বন্ধ? জানুন আসল সত্য
গত মাসে রাজৌরির কালাকোটে সেনা ও বিশেষ সন্ত্রাসবিরোধী অভিযানে দুই ক্যাপ্টেন সহ পাঁচ সেনা শহিদ হন। গত কয়েক বছর ধরে এই অঞ্চলটি সন্ত্রাসবাদীদের ঘাঁটি ও সেনাবাহিনীর উপর হামলার অন্য়তম স্থান হয়ে উঠেছে। চলতি বছরের এপ্রিল ও মে মাসে রাজৈরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় শহিদ হন ১০ জওয়ান।