TRENDING:

Kashmir Attack: আরও একটা পুলওয়ামা করার চেষ্টা? কাশ্মীরে শহিদ ৫ জওয়ান, এখনও চলছে গুলির লড়াই

Last Updated:

Kashmir Attack: গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে। রাজৌরি পুঞ্চ জাতীয় সড়ক হাই অ্যালার্টে জারি করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাশ্মীর: পুলওয়ামা ধাঁচে ফের সেনা কনভয়ে হামলা কাশ্মীরে। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে দুটি মিলিটারে ট্রাকে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৫ জন জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন জওয়ান। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। শুক্রবার সকালেও জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই জারি রয়েছে। রাত থেকেই ডেরা কি গলি ও তার আশপাশের এলাকায় যৌথ বাহিনী জঙ্গিদের সন্ধানে অভিযান চালাচ্ছিল।
কাশ্মীরে মারাত্মক কাণ্ড
কাশ্মীরে মারাত্মক কাণ্ড
advertisement

গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে। রাজৌরি পুঞ্চ জাতীয় সড়ক হাই অ্যালার্টে জারি করা হয়েছে। জানা গিয়েছে, মিলিটারি ট্রাকে ৪৮ রাষ্ট্রীয় রাইফেলস-র জওয়ানরা ছিলেন। জম্মুর প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার রাত থেকে সেনা ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছিল ডেরা কি গলি এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় জঙ্গিদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ শুরু হয় যৌথ বাহিনীর। তার আগে বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ জঙ্গিরা সেনার দু’টি গাড়ির উপর হামলা চালায়। ওই দুই গাড়িতে করে যৌথ অভিযানের এলাকা নিয়ে আসা হচ্ছিল সেনাকর্মীদের। রাস্তাতেই জঙ্গিরা তাঁদের উপর হামলা চালায়।

advertisement

আরও পড়ুন: ভর সন্ধ্যায় কে এল দোকানে! নোদাখালিতে যা ঘটল, হাড়হিম হয়ে যাবে

জানা গিয়েছে, রাজৌরি এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পায় ভারতীয় সেনা। সেইমতো অপারেশনেও নামে তারা। কিন্তু সেখানে আগের থেকেই ফাঁদ পেতে রেখেছিল জঙ্গিরা। রাস্তায় দু পাশে রাইফেল থেকে গাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি চালায় একাধিক জঙ্গিরা। সেই হামলাতেই শহিদ হন তিন জন ভারতীয় জওয়ান।

advertisement

আরও পড়ুন: ৩১ ডিসেম্বরের মধ্যে গ্যাসের বায়োমেট্রিক না করালেই ভর্তুকি বন্ধ? জানুন আসল সত্য

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

গত মাসে রাজৌরির কালাকোটে সেনা ও বিশেষ সন্ত্রাসবিরোধী অভিযানে দুই ক্যাপ্টেন সহ পাঁচ সেনা শহিদ হন। গত কয়েক বছর ধরে এই অঞ্চলটি সন্ত্রাসবাদীদের ঘাঁটি ও সেনাবাহিনীর উপর হামলার অন্য়তম স্থান হয়ে উঠেছে। চলতি বছরের এপ্রিল ও মে মাসে রাজৈরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় শহিদ হন ১০ জওয়ান।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Kashmir Attack: আরও একটা পুলওয়ামা করার চেষ্টা? কাশ্মীরে শহিদ ৫ জওয়ান, এখনও চলছে গুলির লড়াই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল