TRENDING:

Kashi Vishwanath Temple : ৬০ কেজি সোনা দান অজ্ঞাতপরিচয় দাতার! নবরূপে স্বর্ণসাজে সেজে উঠছে কাশী বিশ্বনাথ মন্দির

Last Updated:

Kashi Vishwanath Temple : অষ্টাদশ শতাব্দীর পর এই প্রথম আবার কাশী বিশ্বনাথ মন্দিরের এত বড় অংশ আবৃত করা হল সোনায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারাণসী : কাশী বিশ্বনাথ মন্দিরে (Kashi Vishwanath Temple) ৬০ কেজি সোনা দান করলেন অজ্ঞাতপরিচয় এক দাতা৷ তার মধ্যে ৩৭ কেজি সোনা ব্যবহার করা হয়েছে মন্দিরে গর্ভগৃহের ভিতরের দেওয়াল আবৃত করার জন্য৷ পুণ্যার্থীরা পুজো দেওয়ার সময় ‘ঝরোখা দর্শন’-এর মাধ্যমে ওই স্বর্ণাবৃত দেওয়ালের দর্শন পেয়েছেন৷
Kashi Vishwanath Temple
Kashi Vishwanath Temple
advertisement

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  (Narendra Modi) বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো উৎসর্গ করার সময়কার কিছু ছবি প্রকাশ করেছেন মন্দির কর্তৃপক্ষ৷ সেই ছবিতে সোনায় মোড়া দেওয়াল ভাল মতোই স্পষ্ট হয়ে উঠেছে৷ ভক্তের দান করা ৬০ কেজি সোনার বাকি ২৩ কেজি রাখা আছে৷ তা দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের মূল সোনার গম্বুজের নীচের অংশ আবৃত করা হবে৷

advertisement

কোভিড পরিস্থিতি কাটিয়ে গত বছর ১৩ ডিসেম্বর নতুন রূপে কাশী বিশ্বনাথ মন্দিরের দরজা আবার খুলে যায় ৷ তার কিছু দিন আগেই ওই দাতা যোগাযোগ করেন মন্দির কর্তৃপক্ষের সঙ্গে৷ তাঁর ইচ্ছেতেই গর্ভগৃহ ও গম্বুজ আবরণের কাজে ব্যবহৃত হয়েছে সোনা৷ দিল্লির এক সংস্থা পুরো কাজটি রূপায়িত করেছে৷ তামার পাতের সাহায্যে বসানো হয়েছে স্বর্ণাবরণ৷

advertisement

আরও পড়ুন : মহাশিবরাত্রিতে পঞ্চামৃতের গুরুত্ব কোথায়? কীভাবে তৈরি করবেন পঞ্চামৃত?

অষ্টাদশ শতাব্দীর পর এই প্রথম আবার কাশী বিশ্বনাথ মন্দিরের এত বড় অংশ আবৃত করা হল সোনায়৷ ইতিহাস বলছে, ১৭৭৭ খ্রিস্টাব্দে কাশী বিশ্বনাথ মন্দির নতুন করে সংস্কার করেছিলেন ইন্দোরের মহারানি অহল্যাবাঈ হোলকর৷ মহারাজ রঞ্জিত সিংজির দান করা ১ টন সোনায় আবৃত করা হয়েছিল কাশী বিশ্বনাথ মন্দিরের দু’টি গম্বুজ৷

advertisement

আরও পড়ুন :  মহাশিবরাত্রিতে উপবাসের বিধি কী কী? এই ব্রত পালনের রীতিই বা কী?

আরও পড়ুন : হাল্কা ও সুস্বাদু এই খাবারগুলি দিয়ে মহাশিবরাত্রির উপবাস ভঙ্গ করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর ২০১৭ সালে কাশী বিশ্বনাথ মন্দিরের পুণ্যভূমি বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়৷ ‘কাশী বিশ্বনাথধাম করিডোর’ প্রকল্পে ৯০০ কোটির বেশি টাকা মঞ্জুর করা হয়৷ এই প্রকল্পে কিনে নেওয়া হয় ৩০০-র বেশি বাড়ি৷ ২৭০০ বর্গফুট থেকে বেড়ে মন্দিরের পুণ্যভূমি পৌঁছয় ৫ লক্ষ বর্গফুটে৷ গঙ্গার মণিকর্ণিকা, ললিতা ঘাট থেকে এখন সরাসরি পৌঁছন যায় মন্দিরে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Kashi Vishwanath Temple : ৬০ কেজি সোনা দান অজ্ঞাতপরিচয় দাতার! নবরূপে স্বর্ণসাজে সেজে উঠছে কাশী বিশ্বনাথ মন্দির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল