পুলিশ তদন্তে জানা যায় যে সরস্বতী তার প্রেমিক শিবকুমারের সঙ্গে পালিয়ে যান। ঘটনাটি জানার পর, ৩০ বছর বয়সি হরিশ আত্মঘাতী হন। তিনি সুইসাইড নোটে তাঁর সিদ্ধান্তের জন্য স্ত্রীকে দায়ী করে যান৷ এখানেই শেষ হয়নি ঘটনার জের৷ ঘটনাচক্রে সরস্বতীর কাকা রুদ্রেশ ছিলেন তাঁদের বিয়ের ঘটক৷ অভিযোগ, হরিশের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে তিনিও আত্মঘাতী হয়েছেন৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, বিয়ের আগে থেকেই সরস্বতীর একটি প্রেমের সম্পর্ক ছিল৷ এবং স্বামী হরিশ বিষয়টি সম্পর্কে অবগতও ছিলেন। জানা গিয়েছে, হরিশ তাঁর পরিবারকে রাজি করিয়ে সরস্বতীকে বিয়ে করেছিলেন। ৩৬ বছর বয়সি রুদ্রেশ ঘটকালি করে তাঁদের বিয়ের ব্যবস্থা করেছিলেন।
advertisement
দাভানগেরের পুলিশ সুপার উমা প্রশান্ত বলেন, ‘‘দাভানগেরে গ্রামীণ থানার আওতাধীন এসসি/এসটি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে দুটি মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যা করে দু’জনের মৃত্যু হয়েছে। এই বিষয়ে উভয় পক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, মানসিক যন্ত্রণার কারণে দুই ব্যক্তি আত্মহত্যা করেছেন। এই ঘটনায় আরও তদন্ত চলছে।
(Disclaimer: Suicide Prevention. News 18. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
