TRENDING:

Wedding Called Off: কনের মেক আপ শুরু হতেই কাটল সুর, দুর্ভাগ্যের দমকা বাতাসে নিভল বিয়েবাড়ির রোশনাই

Last Updated:

Wedding Called Off: দুর্ভাগ্যের এক ফুঁয়ে নিভল বিয়েবাড়ির রোশনাই। সমস্যার সূত্রপাত কনের মেকআপ পর্ব শুরু হতেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাসান : কর্নাটকের হাসান জেলার আরাসিকেরে অঞ্চলে বসেছিল বিয়ের আসর। দুই পরিবারের এই আনন্দ অনুষ্ঠানে আনন্দের বাঁধ ভেঙেছিল। সমবেত হয়েছিলেন বহু অতিথি অভ্যাগত। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল ছবি পোস্টিংও। কিন্তু আচমকাই ছন্দোপতন। দুর্ভাগ্যের এক ফুঁয়ে নিভল বিয়েবাড়ির রোশনাই। সমস্যার সূত্রপাত কনের মেকআপ পর্ব শুরু হতেই।
advertisement

স্থানীয় এক বিউটি পার্লার থেকে ডাকা হয়েছিল বিউটিশিয়ানকে। তাঁর হাতেই বিয়ের রাতে অপরূপা হয়ে উঠবেন বলে ভেবেছিলেন কনে। বিউটিশিয়ান তাঁকে বলেন নতুন ধরনের 'স্টিম মেকআপ' পদ্ধতিতে তিনি সম্পূর্ণ নতুন লুক দেবেন কনেকে। তাঁর কথায় সম্পূর্ণ বিশ্বাস করে সম্মতি দেন কনে।

আরও পড়ুন :  উইকএন্ড বা সপ্তাহান্তের বিয়ে এখন দারুণ জনপ্রিয়! ঠিক কী ধরনের বিয়ে এটা? জানুন

advertisement

কিন্তু প্রসাধনীর কিছু স্তর দেওয়ার পরই দেখা দেয় বিপত্তি। অভিযোগ, কিছুটা মেক আপ হওয়ার পরই কনের ত্বকে অসহ্য জ্বালা করতে থাকে। ফুলে ওঠে পুরো মুখমণ্ডল। লাল ছোপে ভরে যায় ত্বক। কালচে হয়ে ওঠে বর্ণ। ভীত পরিজনরা তাঁকে নিয়ে ছোটেন হাসপাতালে ডাক্তারের কাছে। সেখানে প্রাথমিক শুশ্রূষার পর ডাক্তাররা জানান তিনি বিপন্মুক্ত। কিন্তু খারিজ হয়ে যায় বিয়ে।

advertisement

আরও পড়ুন :  যত্ন সামান্য, বাস্তুশাস্ত্র মতে এই গাছগুলি ঘরে রাখলেই বাড়বে আপনার টাকাপয়সা ও সৌভাগ্য

অভিযোগ, কনের মুখের ভয়ানক অবস্থা দেখে বিয়ে থেকে পিছিয়ে আসেন পাত্রপক্ষ। তবে জানা গিয়েছে তাঁদের বুঝিয়ে অনেক কষ্টে সম্মত করেছেন পাত্রীপক্ষ। বরের পরিজনরা রাজি হয়েছেন কনের মুখমণ্ডল সম্পূর্ণ ঠিক হয়ে গেলে পরে কোনও একটি দিনে আবার বিয়ে দিতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অভিযুক্ত বিউটিশিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বাংলা খবর/ খবর/দেশ/
Wedding Called Off: কনের মেক আপ শুরু হতেই কাটল সুর, দুর্ভাগ্যের দমকা বাতাসে নিভল বিয়েবাড়ির রোশনাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল