ধসের কবলে যে দুই বোনের মৃত্যু হয়েছে তাদের নাম শ্রুতি এবং জ্ঞানশ্রী৷ মৃত্যুর সময়েও ৬ বছর বয়সি বোন জ্ঞানশ্রীর হাত ধরে ছিল ১১ বছরের দিদি শ্রুতি৷ তারা দক্ষিণ কন্নড় জেলার সুব্রহ্মণ্য এলাকার বাসিন্দা৷ তাদের বাড়ির উপর পাহাড়ের একাংশ ভেঙে পড়লে পিষ্ট হয়ে যায় দুই বালিকা৷ দীর্ঘ উদ্ধারপর্বের পর তাদের দেহ উদ্ধার করা সম্ভব হয়৷
advertisement
আরও পড়ুন : কলকাতায় আর কতদিন এই অস্বস্তিজনক আর্দ্রতা ও গরম, বৃষ্টিপাত হবে কখন ও কোথায়, জানুন আবহাওয়ার আপডেট
সোমবার বিকেল থেকে সুব্রহ্মণ্য জেলায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে৷ সন্ধ্যা সাতটা নাগাদ হঠাৎই প্রবল শব্দ শোনা যায়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সে সময় বাডির বারান্দায় বসে পড়াশোনা করছিল ৷ প্রচণ্ড শব্দে ভয় পেয়ে সে ঘরের ভিতরে ছুটে চলে যায়৷ তার মনে হয়েছিল শব্দটা হয়তো বাড়ির ভিতর থেকে এসেছে৷ একই সময়ে ছোট বোন জ্ঞানশ্রীও বাড়িতে ঢোকে বাইরে থেকে ৷ কয়েক মুহূর্ত পরই পাহাড়ের একাংশ ভেঙে পড়ে তাদের বাড়ির উপর ৷ তাদের মা সে সময় ছিলেন রান্নাঘরে ৷ তিনি বাড়ির বাইরে বেরিয়ে আসেন৷ তাঁর ধারণা ছিল মেয়েরা হয়তো বাড়ির বাইরে খেলছে৷ তিনি ভাবতেও পারেননি দুই মেয়েই বাড়ির ভিতরে সে সময়৷
আরও পড়ুন : ভারতে প্রথম মাঙ্কিপক্সের বলি? আমিরশাহি ফেরত যুবকের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
উদ্ধারকারীরা জানিয়েছেন রাস্তায় গাছ উপড়ে পড়েছিল৷ দুকুল ছপিয়ে বয়ে যাচ্ছিল নদীর জল৷ সেইসঙ্গে ছিল বিক্ষিপ্ত বৃষ্টিও৷ ফলে তাঁদের উদ্ধারপর্ব ব্যাহত হয়েছে এবং অনেক বেশি সময়ও লেগেছে৷