ডেলিভারি কর্মীদের সঙ্গে রাহুল গান্ধির এই আলাপচারিতার ভিডিও রবিবার শেয়ার করেছে কংগ্রেস৷ সেখানেই দেখা গিয়েছে, কথাবার্তার শেষে একজন ডেলিভারি এজেন্টের স্কুটারের পিছনেই চেপে বসেছেন রাহুল গান্ধি৷
ভিডিও-তে কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়েছে, গিগ ওয়ার্কার এবং ডুনজো, সুইগি, ব্লিংক ইট, জোমাটোর মতো সংস্থার ডেলিভারি এজেন্টদের সঙ্গে বেঙ্গালুরুর বিখ্যাত এয়ারলাইন্স হোটেলে খোলামেলা আলোচনায় রাহুল গান্ধি৷
advertisement
আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্ব থেকে গোঁজ প্রার্থী! বহরমপুর থেকে দলকে বড় বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
ভিডিও-তে দেখা গিয়েছে, ডেলিভারি কর্মীদের সঙ্গে একই টেবলে বসে ধোসা এবং কফি খাচ্ছেন রাহুল গান্ধি৷ পাশাপাশি তাঁদের বিভিন্ন ধরনের সমস্যার কথাও শুনছেন তিনি৷ রাহুল গান্ধিকে একসময় বলতে শোনা যায়, আপনাদের এত সমস্যা, অথচ কখনও সংবাদমাধ্যমে কোথাও তা নিয়ে কিছু দেখি না৷
খাওয়াদাওয়া এবং আলাপচারিতা শেষে এক ডেলিভারি এজেন্টের স্কুটারে নীল হেলমেট পরে চেপে বসেন রাহুল গান্ধি৷ ওই স্কুটারে করেই তিনি প্রায় দু কিলোমিটার দূরে নিজের হোটেলে ফেরেন বলে খবর৷
ভারত জোড়ো যাত্রার সময় থেকেই সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে জনসংযোগ তৈরির চেষ্টা করছেন রাহুল গান্ধি৷ বড় বড় সভার থেকেও মানুষের সঙ্গে স্বতঃস্ফূর্ত কথাবার্তা, একই সঙ্গে বসে খাওয়াদাওয়া, সাক্ষাতের উপরে জোর দিয়েছেন তিনি৷ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মিশে গিয়ে তাঁদের সমস্যাও জানছেন কংগ্রেস নেতা৷
গত মাসেও রমজানের সময় পুরনো দিল্লির বাজারে গিয়ে সেখানকার বিখ্যাত বিভিন্ন পদ চেখে দেখেছিলেন রাহুল৷ গত শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে গিয়ে আবাসিকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি৷
কর্ণাটকে ভোটের আগে মাত্র তিন দিন বাকি৷ তার আগে সোমবারও একাধিক সভা করার কথা রয়েছে রাহুল গান্ধির৷