কর্ণাটকে ভোট গণনার প্রাথমিক প্রবণতায় অনেকটা এগিয়ে রয়েছে কংগ্রেস। গণনার ট্রেন্ড যেদিকে চলেছে তাতে মনে হচ্ছে কর্ণাটকে ফিরছে কংগ্রেস। দীর্ঘদিন বাদে কোনও বড় নির্বাচনে বিজেপিকে পরাস্ত করছে কংগ্রেস। আর সেই আনন্দে দিল্লি থেকে বেঙ্গালুরু, কংগ্রেস পার্টি অফিসের সামনে শুরু হয়ে গিয়েছে উৎসব। এদিকে, রাহুল গান্ধি তার ট্যুইটার ডিপি’তেও বদল আনলেন। নিজের ছবির পাশাপাশি সেই ডিপি-তে লেখা, ”কংগ্রেস আসছে উন্নয়নের স্বার্থে।”
advertisement
আরও পড়ুন: ১৫ মে কী এমন করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রস্তুত হচ্ছে ভরতপুর
কর্ণাটকে ফল ঘোষণার মাঝে কংগ্রেসের টুইটে, রাহুলের ভারত জোড়ো যাত্রার ভিডিয়ো দেওয়া হয়েছে। ক’মাস আগে কর্ণাটকে ভারত জোড়ো যাত্রায় গিয়ে ঝড় তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
আরও পড়ুন: কুন্তল-তাপসদের থেকে টাকা কার কাছে? এবার ‘বড়’ নাম? সিবিআই-কে বিরাট নির্দেশ
রাহুলের ছবি দিয়ে কংগ্রেসের সেই টুইটে লেখা হয়েছে, ”আমি আজ অপরাজেয়, আমি আজ খুব আত্মবিশ্বাসী, আমায় আজ থামানো যাবে না। কর্ণাটকে গণনার প্রথম আড়াই ঘণ্টা শেষে দেখা যাচ্ছে কংগ্রেস এগিয়ে ১২৪টি আসনে, বিজেপি সেখানে লিড পেয়েছে ৭০টি-তে। তৃতীয় স্থানে থাকা জেডিএস এগিয়ে ২৫টি আসনে।