নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, কর্ণাটকে এখনও পর্যন্ত কংগ্রেস প্রায় ৪২.৯৩ শতাংশ ভোট পেয়েছে৷ বিজেপি পেয়েছে ৩৬.১৭ শতাংশ ভোট, জেডিএস পেয়েছে ১২.৯৭ শতাংশ ভোট৷
আরও পড়ুন: আজ কর্ণাটকের রেজাল্ট, সকাল সকাল মন্দিরে পুজো প্রিয়াঙ্কা গান্ধি বঢরার, করলেন আরতি
এই পরিস্থিতিতে যে প্রশ্ন সবার প্রথমেই উঠে আসছে, তা হল, কে হতে চলেছে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী৷ ইতিমধ্যেই এগিয়ে থাকা প্রার্থীদের হোটেল বন্দি করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস৷
advertisement
কংগ্রেস নেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বর্তমানে বরুণ বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী বিজেপি মন্ত্রী ভি সোমান্নার চেয়ে। কংগ্রেসের অন্দরে জোর জল্পনা, কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেলে মুখ্যমন্ত্রী হিসাবে তাঁকেই দায়িত্বভার দিতে পারে কংগ্রেস৷
ভোটের ফলাফল বেরনোর আগেই সিদ্দারামাইয়ার ছেলে যতীন্দ্র সিদ্দারামাইয়াও ইচ্ছাপ্রকাশ করেছিলেন, কর্ণাটকের মানুষের স্বার্থে তাঁর বাবারই মুখ্যমন্ত্রী হওয়া উচিত৷
তবে, শুধু সিদ্দারামাইয়াই নন, মুখ্যমন্ত্রীর দৌড়ে রয়েছেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারও৷ এইচ ডি কুমারাস্বামী ও সিদ্দারামাইয়ার সরকারের পূর্ণমন্ত্রীর দায়িত্ব আগেই সামলেছেন শিবকুমার৷ ২০২৩ এর নির্বাচনে কংগ্রেস জয় পেলেও, সেই সাফল্যের অন্যতম ভাগীদার হবেন শিবকুমার৷ তাই মুখ্যমন্ত্রীর দৌড়ে যে এই কোটিপতি নেতাও থাকবেন সেটা বলা বাহুল্যই৷
তবে হিমাচলের অ্যাওয়ে এবং কর্ণাটকের হোম ম্যাচে জিতে মুখ্যমন্ত্রীর দৌড়ে নাম শোনা যাচ্ছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেরও৷ এছাড়াও, রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা জি পরমেশ্বর৷ কর্ণাটক রাজ্য় কংগ্রেসের নানা সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে পরমেশ্বরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল৷ পাঁচবারের এই বিধায়ক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, হাইকম্যান্ড যদি তাঁকে মুখ্য়মন্ত্রীর দায়িত্ব দেন, তাহলে তা পালন করতে তিনি প্রস্তুত৷
Karnataka Election Results 2023 | কর্ণাটক নির্বাচনের ফলাফল 2023 Live Updates Here
