TRENDING:

D K Shivkumar | Siddaramaiah | Karnataka Chief MInister: সনিয়ার কথা ফেলতে পারলেন না শিবকুমার, জটিলতার অবসান, সিদ্দারামাইয়াই হচ্ছেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী

Last Updated:

কর্ণাটক কংগ্রেসের প্রধান শিবকুমারের ঘনিষ্ঠ সূত্রের খবর, নিজের দলের জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি৷ ডি কে শিবকুমারের ভাই ডি কে সুরেশ জানিয়েছেন, কর্ণাটকের স্বার্থেই কংগ্রেস নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু, এই সিদ্ধান্তে তাঁরা খুশি নন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: না রাহুল গান্ধি, না মল্লিকার্জুন খাড়্গে৷ কারও কথাতেই চিড়ে ভিজল না৷ শেষমেশ হস্তক্ষেপ করতেই হল প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিকে৷ গত বুধবার রাতের দিকে সনিয়ার সঙ্গে বৈঠকের পরেই কাটল ডেডলক৷ এই দফা উপ মুখ্যমন্ত্রিত্ব নিয়েই সন্তুষ্ট থাকতে রাজি হয়েছেন ডি কে শিবকুমার৷ মুখ্যমন্ত্রী হিসাবে সিদ্দারামাইয়াকেই বেছে নিল কংগ্রেস৷ বৃহস্পতিবারই হল ঘোষণা৷
advertisement

কর্ণাটক কংগ্রেসের প্রধান শিবকুমারের ঘনিষ্ঠ সূত্রের খবর, নিজের দলের জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি৷ ডি কে শিবকুমারের ভাই ডি কে সুরেশ জানিয়েছেন, কর্ণাটকের স্বার্থেই কংগ্রেস নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু, এই সিদ্ধান্তে তাঁরা খুশি নন৷

আরও পড়ুন: এগরা বিস্ফোরণে ক্ষতবিক্ষত মূল অভিযুক্ত ভানু বাগ! আছে কটকের নার্সিংহোমে, গ্রেফতার ছেলে-ভাইপোও

advertisement

ডি কে সুরেশ বলেন, ‘‘আমার ভাই মুখ্যমন্ত্রী হতে চেয়েছিল৷ কিন্তু, তাঁকে সেই পদ দেওয়া হল না৷ আমরাও বিষয়টা নিয়ে খুব একটা খুশি নই৷’’

ডি কে শিবিরে অসন্তোষ থাকলেও বৃহস্পতিবারই আনুষ্ঠানিক ভাবে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে কংগ্রেস৷ জানিয়ে দেওয়া হয়, সিদ্দারামাইয়াই হচ্ছেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী ৷ উপ মুখ্যমন্ত্রীর পদে থাকছেন  ডি কে শিবকুমার৷

advertisement

পদ্মশিবিরকে ধরাশায়ী করে কর্ণাটকে ল্যান্ড স্লাইট ভিক্ট্রি পেয়েছে কংগ্রেসের৷ কিন্তু, তারপরেই শুরু হল সেই অমোঘ প্রশ্ন৷ কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?মুখ্যমন্ত্রী পদে কাকে বাছবে কংগ্রেস? প্রবীণ নেতা সিদ্দারামাইয়া, নাকি তুখোড় সংগঠক ডি কে শিবকুমার?

বিধায়কদের সমর্থনের হিসাবে সিদ্দারামাইয়ার দিকেই দল ভারী ছিল৷ কিন্তু, শীর্ষপদের অন্যতম দাবিদার ডি কে শিবকুমারও ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না৷ হাজার হোক, এই জয়ের পিছনে তাঁর কতটা অবদান রয়েছে, সে কথা জানে হাইকম্যান্ডও৷

advertisement

এই পরিস্থিতিতে চলতে থাকে ক্ষমতার টাগ অফ ওয়ার৷ দফায় দফায় বৈঠক৷ অসুস্থতার কারণ দেখিয়ে দিল্লির বৈঠক এড়িয়ে গিয়ে শিবকুমার কার্যত জানিয়ে দেন, এত সহজে তিনি দাবি ছাড়ছেন না৷

তারপরে গত বুধবার, একে একে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের সঙ্গে বৈঠক করেন সিদ্দারামাইয়া এবং শিবকুমার৷

advertisement

আরও পড়ুন: পাখির চোখ পঞ্চায়েত! আজ থেকেই জঙ্গলমহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার

তবে তাতেও কাটেনি জটিলতা৷ অবশেষে, শেষের দিকে, শিবকুমারের সঙ্গে পৃথক বৈঠক করেন সনিয়া৷ তার পরেই গলে বরফ। নম্বর টু পজিশন নিতে রাজি হন কর্ণাটক কংগ্রেসের প্রধান৷ যিনি, দলের জয়ের পরে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে এসে সনিয়ার নাম করে কেঁদে ফেলেছিলেন৷ জানিয়েছিলেন, জেলে থাকার সময় তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সনিয়া৷ সেই সনিয়ার কথাকেই বোধহয় ফেলতে পারলেন না শিবকুমার৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

আগামী শনিবারই কর্ণাটকে শপথগ্রহণ অনুষ্ঠান৷ সবকিছু ঠিক থাকলে সেখানেই মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন সিদ্দারামাইয়া এবং শিবকুমার৷

বাংলা খবর/ খবর/দেশ/
D K Shivkumar | Siddaramaiah | Karnataka Chief MInister: সনিয়ার কথা ফেলতে পারলেন না শিবকুমার, জটিলতার অবসান, সিদ্দারামাইয়াই হচ্ছেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল