অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষার ফল
মোট আসন | বিজেপি | কংগ্রেস | জেডিএস | অন্যান্য |
২২৪ | ৬২-৮০ | ১২০-১৪০ | ২০-২৫ | ০-৩ |
এ দিন অন্যান্য প্রায় সব সমীক্ষাতেই অবশ্য কংগ্রেস এবং বিজেপি-র মধ্যে প্রবল লড়াইয়ের আভাস দেওয়া হয়েছে৷ বিভিন্ন সংস্থার করা বুথ ফেরত সমীক্ষায় দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াইয়ের ইঙ্গিত স্পষ্ট৷ তবে সরকার গঠনের ক্ষেত্রে সামান্য হলেও পাল্লা ভারী কংগ্রেসের৷ অন্তত বুথ ফেরত সমীক্ষাগুলির ফল সেকথাই বলছে৷
advertisement
সি ভোটারের বুথ ফেরত সমীক্ষার ফল
মোট আসন | বিজেপি | কংগ্রেস | জেডিএস | অন্যান্য |
২২৪ | ৮৩-৯৫ | ১০০-১১২ | ২১-২৯ | ২-৬ |
সিজিএস-এর বুথ ফেরত সমীক্ষার ফল
মোট আসন | বিজেপি | কংগ্রেস | জেডিএস | অন্যান্য |
২২৪ | ১১৪ | ৮৬ | ২১ | ৩ |
আরও পড়ুন কর্ণাটকেই কি ভাগ্য বদল হবে কংগ্রেসের, বুথ ফেরত সমীক্ষায় জোড়া ইঙ্গিত
তবে অ্যাক্সিস বাদে অন্যান্য বেশিরভাগ সমীক্ষাতেই জেডিএস-কে ২০ অথবা তার বেশি আসন দেওয়া হয়েছে৷ যা থেকে স্পষ্ট, সরকার গঠনের চাবিকাঠি কুমারস্বামীর দলের কাছেই থাকতে পারে৷
পি মার্ক-এর বুথ ফেরত সমীক্ষার ফল
মোট আসন | বিজেপি | কংগ্রেস | জেডিএস | অন্যান্য |
২২৪ | ৮৫-১০০ | ৯৪-১০৮ | ২৪-৩২ | ২-৬ |
তবে বুথ ফেরত সমীক্ষা যাই বলুক না কেন, বুধবার ভোট গ্রহণের পর কংগ্রেস, বিজেপি দুই শিবিরই সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাস দেখিয়েছে৷ কর্ণাটকের কংগ্রেস প্রধান ডি কে শিবকুমার দাবি করেছেন, ম্যাজিক ফিগারের থেকে অনেক এগিয়ে অন্তত ১৪০টি আসন পেয়ে একাই সরকার গঠন করবে কংগ্রেস৷ আবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই দাবি করেছেন, একার জোরেই ফের ক্ষমতায় ফিরবে বিজেপি৷ বুথ ফেরত সমীক্ষায় ত্রিশঙ্কু বিধানসভার যে সম্ভাবনার কথা বলা হচ্ছে, তাও উড়িয়ে দিয়েছেন বোম্মাই৷ তাঁর দাবি, সরকার গঠনের জন্য জেডিএস-এর সঙ্গে কথা বলার প্রয়োজনই বোধ করছেন না তাঁরা৷ কারণ বিজেপি একাই ১১৩ আসনের ম্যাজিক ফিগার ছাপিয়ে যাবে৷
Karnataka Election Results 2023 | কর্ণাটক নির্বাচনের ফলাফল 2023 Live Updates Here