জুন এবং জুলাই মাসে রাজ্যসভার নিরিখে তামিলনাড়ুর মোট ৬টি আসন খালি হবে। ক্ষমতাসীন ডিএমকে-নেতৃত্বাধীন জোট তার মধ্যে চারটিতে জয়লাভ করবে বলে মনে হচ্ছে৷ অন্যদিকে, এআইএডিএমকে এবং সে দলের জোটের অংশীদার পিএমকে বর্তমানে তাদের হাতে থাকা দুটি আসন ধরে রাখার চেষ্টা করবে।
ডিএমকে যে চারটি আসন জিততে পারে, তার মধ্যে একটি হতে পারে কমল হাসানের। সম্প্রতি কন্নড় ভাষা নিয়ে তাঁর মন্তব্য কন্নড় আন্দোলনকারীদের মধ্যে চূড়ান্ত বিতর্ক সৃষ্টি করেছিল৷
advertisement
বেঙ্গালুরুতে নিজের সিনেমা ‘ঠাগ লাইফ’-এর প্রচারে গিয়ে কমল হাসান মন্তব্য করেছিলেন যে, কন্নড় ভাষার শিকড় আসলে তামিল থেকে এসেছে৷ তাই এই কথাই সমর্থন করেননি কন্নড় ভাষা আন্দোলনকারীরা৷
এমনকি, কর্ণাটক বিজেপির সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্রও তাঁর এই মন্তব্যের সমালোচনা করেছিলেন৷ কমল হাসানের এহেন বিতর্কিত মন্তব্যের মাঝেই এবার তাঁর রাজনীতিতে হাতেখড়ির খবর সামনে এল৷