সম্প্রতি যোধপুরে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। সামাজিক মাধ্যমে ভাইরাল তাঁদের বিয়ের ভিডিও। যেখানে বর ও কনে দুজনের উচ্চতাই ৩ ফুট। গত ২৬ জানুয়ারি তাঁরা গাঁটছড়া বাঁধলেন। ঐতিহ্যবাহী ও জমকালো সেই অনুষ্ঠান দেখে নেটিজেনদের মন্তব্য, এমন দুটি সত্যি স্বর্গে তৈরি হয়।
আরও পড়ুন : উজ্জ্বল লাল কালো যুগলবন্দিতে জ্যামিতিক নক্সা, দক্ষিণী হ্যান্ডলুম শাড়িতে বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলার
advertisement
জানা গিয়েছে, বরের নাম ঋষভ। তিনি চাকরির জন্য তৈরি হচ্ছেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন বলে। অন্যদিকে তাঁর সদ্য বিবাহিত স্ত্রীর নাম সাক্ষী। তিনি সবেমাত্র এমবিএ সম্পূর্ণ করেছেন।
গত বছরই বাগদান হয়ে যায় ঋষভ ও সাক্ষীর। এর পর সামাজিক মাধ্যমে তাঁরা মিনি কাপল নামে একটি অ্যাকাউন্ট খোলেন। সেখানে নিজেদের ছবি আপলোড করতে থাকেন। প্রথম থেকেই জনপ্রিয়তার প্রথম সারিতে এই জুটি। বিয়ের পর যোধপুরে এখন সাক্ষীর নতুন সংসার তাঁর শ্বশুরবাড়িতে। তাঁদের বিয়ের ভিডিও ও ছবি নিয়ে উচ্ছ্বসিত নেটিজেনরা।