TRENDING:

জামিয়া মিলিয়ায় পুলিশি আচরণের প্রতিবাদে JNU,দিল্লি পুলিশের সদরদফতর ঘেরাও পড়ুয়াদের

Last Updated:

শুধুমাত্র পুলিশের লাঠিচার্জ নয়, বেশ কিছু পড়ুয়াকে হস্টেল থেকে বের করে আনার সময় হাত তুলে আসতে হয় তাদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জামিয়া মিলিয়ার পড়ুয়াদের পাশে দাঁড়ালেন JNU-র ছাত্রছাত্রীরা৷ জামিয়ায় পুলিশি আচরণের বিরুদ্ধে এবার দিল্লি পুলিশের সদর দফতর ঘেরাও করলেন JNU-র পড়ুয়ারা৷ শীতের দিল্লিতে রাতেই চলল ঘেরাও কর্মসূচী৷ নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদে মুখর দিল্লির বিভিন্ন প্রতিষ্ঠান৷ রবিবার সকাল থেকেই জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হয় বিক্ষোভ৷ সেই বিক্ষোভে পুলিশে লাঠি চার্জ ও পরে টিয়ারগ্যাস ফাটানোর ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে৷ তারই প্রতিবাদে এবার সামিল হলেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ প্রতিবাদে দিল্লি পুলিশের সদরদফর ঘেরাও কর্মসূচী চলল৷
advertisement

শুধুমাত্র পুলিশের লাঠিচার্জ নয়, বেশ কিছু পড়ুয়াকে হস্টেল থেকে বের করে আনার সময় হাত তুলে আসতে হয়৷ এটা তাদের জন্য খুবই অসম্মানের, বলছেন তারা৷ এভাবে ক্যাম্পাসে তাদের হেনস্থা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে৷ এছাড়া জামিয়া মিলিয়ার ঘটনায় প্রায় ৪০ পড়ুয়া আহত হয়েছেন৷ তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন৷ এসবের প্রতিবাদ করেই দিল্লি পুলিশের সদর দফতর ঘেরাও করে JNU ছাত্র সংসদ৷

advertisement

আরও পড়ুনCitizenship Amendment Act Protest: জামিয়া মিলিয়ার রেশ, প্রতিবাদে মুখর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

এই প্রতিবাদ ঘিরে দিনভর উত্তাল ছিল রাজধানী দিল্লি৷ বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ৪ বাস, ২ পুলিশের গাড়িতে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়৷ জামিয়ার ক্যাম্পাসে তাদের লক্ষ্য করে ইটও ছোড়ার কথা জানিয়েছে পুলিশ৷ ক্যাম্পাসের ভিতর পরিস্থিতি স্বাভাবিক করতেই টিয়ার গ্যাস ফাটাতে বাধ্য হয় বলে পুলিশের যুক্তি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
জামিয়া মিলিয়ায় পুলিশি আচরণের প্রতিবাদে JNU,দিল্লি পুলিশের সদরদফতর ঘেরাও পড়ুয়াদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল