রবিবার দুপুর থেকে জেএনইউ-তে চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। বাম জমানার অবসান ঘটিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গেরুয়া ঝড়ের পূর্বাভাস মিলছিল। ছাত্র সংসদ নির্বাচনের ব্যালট বাক্স খুলতেই সেই পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। কিন্তু রাতেই বদলে গেল সব হিসেব। গণনা এগোতেই দেখা গেল, ABVP-র প্রার্থীদের পিছনে ফেলে একের পর এক জয় ছিনিয়ে নিচ্ছে বাম প্রার্থীরা। রাত ১১টার পর ঘোষণা করা হল আনুষ্ঠানিক ফল। সেন্ট্রাল প্যানেলের চার আসনেই জিতল বাম জোটের প্রার্থীরা।
advertisement
আরও পড়ুন: জল্পনাই সত্যি হল, তমলুকে বিজেপির হয়ে লড়বেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি পদে জিতলেন বামেদের ধনঞ্জয়। জেএনইউ ছাত্র সংসদের সহ সভাপতি পদে জিতলেন বাংলার ছেলে অভিজিৎ ঘোষ। তিনি ৯২৭ ভোটে হারালেন এবিভিপি প্রার্থীকে। সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদেও জয়ী হয়েছেন বাম প্রার্থীরা।
আরও পড়ুন: দিলীপ ঘোষের লড়াই এবার আরও কঠিন! বদলে গেল কেন্দ্র, তাঁর বদলে মেদিনীপুরে কে?
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সেন্ট্রাল প্যানেলের মূল চারটি পদ- সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক- সবকটিতেই জয়ী হয়েছে বাম ছাত্রজোট। রবিবার রাতে ৫৬৫৬টি ব্যালট গোনার পরে সেন্ট্রাল প্যানেলের ফলাফল প্রকাশ করা হয়। সেই ফলাফল অনুযায়ী, আইসা-র(aisa) ধনঞ্জয় সভাপতি পদে জিতেছেন ৯২২ ভোটে। তিনি পেয়েছেন ২৫৯৮ ভোটে। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে এবিভিপি-র উমেশ চন্দ্র আজমীরা পেয়েছেন ১৬৭৬টি ভোট। এসএফআই (sfi)-এর অভিজিৎ ঘোষ সহ সভাপতি পদে জয়ী হয়েছেন ৯২৭টি ভোটে। তিনি পেয়েছেন ২৪০৯ ভোট। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে এবিভিপি-র দীপিকা শর্মা পেয়েছেন ১৪৮২ ভোট। বাপসা (BAPSA)-এর প্রিয়াংশি আর্যা সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ৯২৬ ভোটে। তিনি পেয়েছেন ২৮৮৭ ভোট, তাঁর বিরুদ্ধে এবিভিপির অর্জুন আনন্দ পেয়েছেন ১৯৬১ ভোট। বামেদের মহম্মদ সাজিদ যুগ্ম সম্পাদক পদে জিতেছেন ৫০৮ ভোটে। তিনি পেয়েছেন ২৫৭৪ ভোট। তাঁর বিরুদ্ধে এবিভিপির গোবিন্দ ডাঙ্গি পেয়েছেন ২০৬৬ ভোট।