TRENDING:

JNUSU election result 2025: JNU ছাত্রসংসদে বামেদের দাপট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চারটি প্রধান পদেই জয়ী লাল ব্রিগেড

Last Updated:

JNUSU election result 2025: ফের বাম শিবিরেই আস্থা জেএনইউ-এ পড়ুয়াদের। ২০২৫ সালের ছাত্র সংসদ (JNUSU) নির্বাচনে চারটি গুরুত্বপূর্ণ পদেই জয়ী হল বামপ্রার্থীরা। সভাপতি থেকে যুগ্ম সম্পাদক— প্রতিটি পদই নিজেদের দখলে রাখল বাম ছাত্র সংগঠনগুলির জোট ‘লেফট ইউনিটি’।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ফের বাম শিবিরেই আস্থা জেএনইউ-এ পড়ুয়াদের। ২০২৫ সালের ছাত্র সংসদ (JNUSU) নির্বাচনে চারটি গুরুত্বপূর্ণ পদেই জয়ী হল বামপ্রার্থীরা। সভাপতি থেকে যুগ্ম সম্পাদক— প্রতিটি পদই নিজেদের দখলে রাখল বাম ছাত্র সংগঠনগুলির জোট ‘লেফট ইউনিটি’।
News18
News18
advertisement

সূত্র অনুযায়ী, সভাপতি পদে জয়ী হয়েছেন আদিতি মিশ্রা, সহ-সভাপতি পদে কে. গোপিকা, সাধারণ সম্পাদক পদে সুনীল যাদব এবং যুগ্ম সম্পাদক পদে দানিশ আলি— চারজনই বামপ্রার্থী। এবারের নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৭ শতাংশ, যা সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে ভোটহারের নিরিখে সবচেয়ে বেশি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফের একবার সুন্দরবনে বাঘের দেখা পেলেন পর্যটকরা, খুশিতে ডগমগ সবাই
আরও দেখুন

‘লেফট ইউনিটি’ মূলত অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA), স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI), ডেমোক্রেটিক স্টুডেন্টস ফেডারেশন (DSF)-সহ একাধিক বাম ছাত্র সংগঠনের যৌথ মঞ্চ। এবারের জয় তাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এবিভিপি (ABVP) ও এনএসইউআই (NSUI)-এর মতো প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলিকে তারা কার্যত একতরফা হারিয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই ফলাফল ফের প্রমাণ করল— ছাত্র রাজনীতিতে এখনও শক্ত ভিত রেখে চলেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
JNUSU election result 2025: JNU ছাত্রসংসদে বামেদের দাপট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চারটি প্রধান পদেই জয়ী লাল ব্রিগেড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল