TRENDING:

Jharkhand Election Result 2019: কোন ‘বড় ভুল’? যার জেরে ঝাড়খন্ড হারানোর পথে বিজেপি

Last Updated:

মহারাষ্ট্রের পর এবার ঝাড়খন্ড

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : মহারাষ্ট্রের পর এবার ঝাড়খন্ড  ৷ আরও একটা রাজ্য খোয়ানোর পথে BJP  ৷ ঝাড়খন্ডে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য মহাজোট বেঁধেছিল জেএমএম, কংগ্রেস ও আরজেডি ৷ সত্ত্বা দখলের লড়াইতে এখন বিজেপি বেশ খানিকটা পিছিয়ে ৷ মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোট সরকার গড়েছে ৷ এবার ঝাড়খন্ডেও জেএমএম ও কংগ্রেসের জোটও বিজেপির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেবে ৷ এবার ঝাড়খন্ডে বিজেপি একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে ৷
advertisement

ভোটের ঠিক আগে আগেই AJSU -র জোট ভেঙে যায় বিজেপির ৷ পার্টির মধ্যেও মুখ্যমন্ত্রী রঘুবর দাসের বিরুদ্ধে মতামত তৈরি হয়ে গিয়েছিল ৷ কিন্তু বিজেপি এই বিষয়টি তখন মাথা ঘামায়নি ৷

আরও পড়ুন - Jharkhand Election Result 2019: মুখ্যমন্ত্রী পদের দাবিদার হেমন্ত সোরেনে ভরসা রাখাই তুরুপের তাস কংগ্রেসের

advertisement

রঘুবর দাসের বিরুদ্ধে এই যে পার্টির মধ্যেই কোন্দল তৈরি হয়েছিল তা ইঙ্গিত দিয়েছিলেন বিজেপির সিনিয়র নেতা সরযূ রায় ৷ তিনি নিজে জানান তার মন্ত্রিসভায় ২০০৫ থেকে মন্ত্রী ছিলেন ৷ অথচ তার বিরুদ্ধেই এবার লড়েছেন সরযূ রায় ৷  পার্টি তাঁকে যেভাবে অপমানিত করেছে তারপর নিজের সম্মানের জন্য তাঁরে অন্য পার্টির টিকিটে লড়াই করতে হয়েছিল ৷

advertisement

সরযূ রায় জানিয়েছেন নির্বাচনে লড়াইয়ের জন্য টিকিট দেওয়া হয়নি ৷ কিন্তু এই অপমানের কারণে দারুণ মনোক্ষুণ্ণ হলেও পার্টির কাছে মনোনয়নের জন্য পুনরায় আবেদন করেননি ৷ এর জন্য বিধায়ক পদ ও মন্ত্রী পদ দুটো থেকেই ইস্তফা দিয়েছিলেন তিনি ৷ ১৯৬২ সাল থেকে আরএসএসের সঙ্গে যুক্ত সরযূ রায় ৷ আর ১৯৭৭ থেকে সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷ এরপর বিধায়ক হন, হন মন্ত্রী ৷ এহেন তাবড় সিনিয়র রাজনীতিককে অবজ্ঞা করাটাও ঝাড়খন্ড নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াল ৷ ২০১৪ সালে ৭০ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন রঘুবর দাস ৷ তখন বিজেপি ৬১.৫ শতাংশ ভোট পেয়েছিলেন ৷ কংগ্রেস ভোট পেয়েছিল ১৯.৮ শতাংশ ৷ ১৯৯৫ থেকে জামশেদপুর  সিটটি জিতছেন রঘুবর দাস ৷ ২০০৯ সালে ঝাড়খন্ডের উপমুখ্যমন্ত্রী হন তিনি আর মুখ্যমন্ত্রী হন ২০১৪ সালে ৷

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Jharkhand Election Result 2019: কোন ‘বড় ভুল’? যার জেরে ঝাড়খন্ড হারানোর পথে বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল