ঝাড়খন্ড বিধানসভা ভোটে পাঁচ পর্যায়ে ভোট হয়েছিল ৷ সোমবার সকাল থেকে ভোট গণনা শুরু হতেই ছবিটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করে ৷ ফের গেরুয়া জয়ের বিজয় রথ মুখ থুবড়ে পড়ল ঝাড়খণ্ডে ৷ ভোটের ট্রেন্ড স্পষ্ট হতেই জয়ের জন্য কংগ্রেস, JGM ও আরজেডিকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইটবার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ পশ্চিমে মহারাষ্ট্রের পর এবার পূবে ঝাড়খণ্ড হাতছাড়া হল বিজেপির। শুধু হাতছাড়াই নয়, ভোটের ফলে একেবারে বিপর্যয়। অব কি বার ৬৫ পার...এই স্লোগান ছিল। কিন্তু, তিরিশও পার করতে পারল না বিজেপি ৷
advertisement
৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় গতবার বিজেপি পায় ৩৭টি আসন। এবার তা কমে ২৫ ৷ একক বৃহত্তম দল হিসেবে উঠে এল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এবার বিধানসভা ভোটে তারা কংগ্রেস ও আরজেডির সঙ্গে জোট বেঁধে লড়ে। বিরোধী এই জোট পেয়েছে ৪৭টি আসন ৷ এর মধ্যে জেএমএম ৩০ ৷ কংগ্রেস ১৬ ৷ আরজেডি ১৷ বিজেপি-আজসুর এবার জোট হয়নি। বিজেপি একা লড়ে পেয়েছে ২৫টি আসন ৷ অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন বা আজসু জিতেছে ২টি আসন ৷ বাবুলাল মারান্ডির ঝাড়খণ্ড বিকাশ মোর্চা জিতেছে তিনটি আসন ৷ অন্যান্যরা পেয়েছে চার ৷ বিজেপিকে শীতঘুমে পাঠিয়ে ঝাড়খণ্ডে এবার হেমন্ত। নতুন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জয়ের পরে রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রতিবেশী রাজ্য বাংলা নিয়েও আলাদা করে ভাবী মুখ্যমন্ত্রী বলেন, শুধু বাংলা নয়, সবার উন্নতির চেষ্টা করব ৷ হেমন্ত সোরেনকে জয়ের পরে ট্যুইট করে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাহুল গান্ধি সহ অনেকে ৷
পর্যবেক্ষকদের একাংশের মতে, রঘুবর দাসের সরকারের বিরুদ্ধে যে কোনও কাজেই ঘুষ নেওয়ার অভিযোগ, আদিবাসী-ক্ষোভ, বিজেপির অন্দরে কোন্দল, সরকার বিরোধী হাওয়া এবং জোট করতে না পারা - এ সবের জেরেই ঝাড়খণ্ডে এবার ভরাডুবি হল পদ্ম শিবিরের।