কার্লক জালান একটি বিবৃতি জারি করে জানিয়েছে, " একই কাজের জন্য প্রত্যাশার থেকে বেশি সময় লাগছে। সেই কারণে কিছু সমস্যা তৈরি হবে।" তাদের বক্তব্য, "এখন সেই কারণেই বেতন কাঠামো কিছুটা আঁটোসাঁটো করা হবে। দুই তৃতীয়াংশ কর্মীদের ওপর কোনও প্রভাব পড়বে না। বাকি এক তৃতীয়াংশ কর্মীদের বেতন কমিয়ে দেওয়া হবে।" সংস্থার তরফে আরও জানানো হয়েছে, মোট কর্মীদের ক্ষুদ্র অংশ মাত্র ১০ শতাংশে বিনা বেতনে ছুটিতে পাঠানো হচ্ছে।
advertisement
আরও পড়ুন - মায়ের স্বপ্ন, তাই নিজের গাড়ি বিক্রি করে বৃদ্ধাশ্রম গড়লেন মহিলা কনস্টেবল
২০১৯ থেকে থমকে রয়েছে জেট এয়ার ওয়েজ। ২০২১ সালে নাশান্যাল কোম্পানি ল ট্রাইব্যুনাল কার্লক ক্যাপিটাল এবং সংযুক্ত আরব আমিরশহীর ব্যবসায়ী মুরারিলাল জালানের প্রস্তাব অনুমোদন করে। জেট এয়ার ওয়েজের হাল ফেরানোর প্রস্তাব দেয় তারা।
আরও পড়ুন - Crime against Women: ১৩ বছরের বোনকে ধর্ষণ করল ভাই! প্রেগন্যান্ট হওয়ায় করানো হল...
চলতি বছরই কাজে ফেরার ইঙ্গিত মিলেছিল বিমান সংস্থাটির। মে মাসেই বিমান নিয়ামক সংস্থা ডিজিসিএ জেট এয়ারওয়েজের উড়ান সংক্রান্ত শংসাপত্র ফের বৈধ করেছিল। সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, জেট এয়ারওয়েজের কাজ নতুন করে শুরু হয়ে যেতে পারে চলতি বছরের মধ্যেই। সেই অনুযায়ী প্রাথমিক উড়ান পরিকল্পনা চূড়ান্ত হতে চলেছে শীঘ্রই। এর আগেই অবশ্য সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তারা অক্টোবরেই কাজ শুরু করার লক্ষ্য স্থির করেছে।
সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, জেট এয়ারওয়েজের কাজ নতুন করে শুরু হয়ে যেতে পারে চলতি বছরের মধ্যেই। সেই অনুযায়ী প্রাথমিক উড়ান পরিকল্পনা চূড়ান্ত হতে চলেছে শীঘ্রই। এর আগেই অবশ্য সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তারা অক্টোবরেই কাজ শুরু করার লক্ষ্য স্থির করেছে। বিমান সংস্থার এক মুখপাত্রের মতে, একটি এয়ারলাইন শুরু করা বা পুনরায় চালু করা একটি জটিল বিষয়। পাশাপাশি তিনি দাবি করেন বিমান এবং ইঞ্জিন- উভয়ের জন্য সম্ভাব্য সর্বোত্তম শর্ত এবং চুক্তি পেতে চান তাঁরা। এর মধ্যে রয়েছে রক্ষণাবেক্ষণ চুক্তি এবং কৌশলগত প্রয়োজনীয়তা পূরণের জন্য বিমান কনফিগার করার মতো বিষয়ও।
RAJIB CHAKRABORTY