সম্প্রতি 'মায়ার জঞ্জাল' নিয়ে আড্ডায় বসেন অপি এবং জয়া আহসান। জয়া এই ছবিতে অভিনয় করেননি ঠিকই। তবে ইতিমধ্যেই ছবিটি দেখা হয়ে গিয়েছে তাঁর। 'মায়ার জঞ্জাল' নিয়ে আলোচনা সূত্রেই উঠে আসে ঋত্বিকের প্রসঙ্গ। জয়া অতীতে ঋত্বিকের সঙ্গে কাজ করেছেন। কিন্তু অপি এই প্রথম তাঁকে সহকর্মী হিসেবে পেলেন। ওপার বাংলার দুই অভিনেত্রীই তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
advertisement
জয়ার কথায়, 'আমার মনে হয়, ঋত্বিকদা (চক্রবর্তী) আমাদের সময়ের অতুলনীয় একজন অভিনেতা। ভারতবর্ষের একজন সম্পদ উনি।"
আরও পড়ুন: কনসার্টে অরিজিতের গলায় একলা ঘর, দর্শকাসনে রূপম ইসলাম! গানে গানে দেখা দুই রকস্টারের
আরও পড়ুন: ছেলের জন্য মাঝরাতে থানায় ছুটলেন শ্রাবন্তী! কী এমন ঘটালেন অভিমন্যু
সহকর্মীর সঙ্গে একমত অপি। ঋত্বিকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে যে তিনি উচ্ছ্বসিত, সে কথা জানাতে দ্বিধাবোধ করেননি তিনি। অভিনেত্রীর কথায়, "আমি তো নিয়মিত কাজ করি না। আবার কবে কাজ করব, ওঁর সঙ্গে কাজের সুযোগ পাব কি না, এই সব ভেবে আর ছবিটি করার লোভ সামলাতে পারিনি।" ঋত্বিকের অভিনয়ে আগাগোড়াই মুগ্ধ অপি। অভিনেতার সঙ্গে কাজের সুবাদে সেই মুগ্ধতাই যেন বেড়ে গেল কয়েক গুণ।
ইতিমধ্যেই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কার জিতে নিয়েছে 'মায়ার জঞ্জাল'। ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি।