TRENDING:

Delhi: রং মাখানোর অছিলায় জাপানি তরুণীর সম্মানহানি! দিল্লিতে আটক তিন, ভারত ছেড়ে বাংলাদেশে নিগৃহীতা

Last Updated:

ঘটনাটি ঘটেছে দিল্লির পাহারগঞ্জ এলাকায়৷ অভিযোগ, ওই জাপানি তরুণীকে ঘিরে ধরে জোর করে তাঁকে রং মাখাতে থাকে তিন জন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: রং মাখানোর নামে হোলির দিন জাপানের এক তরুণীকে শারীরিক ভাবে হেনস্থা এবং সম্মানহানির অভিযোগ উঠল রাজধানী দিল্লিতে। এই ঘটনায় ইতিমধ্যেই তিন অভিযুক্তকে আটক করেছে পুলিশ৷ যদিও ঘটনার পরই ভারত ছেড়েছেন জাপানি ওই ভ্লগার৷

এ ভাবেই রং মাখানোর নামে হেনস্থা করা হয় ওই বিদেশিনিকে৷ ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট৷ Photo-Twitter
এ ভাবেই রং মাখানোর নামে হেনস্থা করা হয় ওই বিদেশিনিকে৷ ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট৷ Photo-Twitter
advertisement

তবে নিগৃহীতা তরুণী নিজে কোনও অভিযোগ দায়ের করেননি৷ পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভারত থেকে বাংলাদেশে চলে গিয়েছেন ওই বিদেশিনি৷ বাংলাদেশে গিয়ে অবশ্য ওই তরুণী জানিয়েছেন, তিনি শারীরিক এবং মানসিক দিক দিয়ে একেবারে ঠিক আছেন৷

আরও পড়ুন: ছিঃ! অন্য কারও সঙ্গে ইনস্টাগ্রামে কথা বলেছিল প্রেমিকা, রাগে নৃশংস কাণ্ড ঘটালো 'নাবালক' প্রেমিক

advertisement

ঘটনাটি ঘটেছে দিল্লির পাহারগঞ্জ এলাকায়৷ অভিযোগ, ওই জাপানি তরুণীকে ঘিরে ধরে জোর করে তাঁকে রং মাখাতে থাকে তিন জন৷ আপত্তিকর ভাবে তরুণীর শরীরও স্পর্শ করা হয়৷ রং মাখানোর অছিলায় তরুণীর সম্মানহানি করা হয় বলে অভিযোগ৷ এই ভিডিও সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়ে৷ ওই জাপানি তরুণী নিজেও ঘটনার ভিডিও প্রথমে ট্যুইট করেছিলেন৷ পরে অবশ্য তা মুছে দেন তিনি৷

advertisement

আরও পড়ুন: 'যৌন হেনস্থা হয়নি', শিশুকন্যাকে জার্মান চাইল্ড কেয়ারের হেফাজত থেকে ফেরত পেতে মরিয়া দেনাগ্রস্ত কর্মহীন ভারতীয় দম্পতি

যদিও ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই বহু মানুষ ক্ষোভ প্রকাশ করেন৷ কারণ ভিডিওতে দেখা গিয়েছে, তরুণীর আপত্তি সত্ত্বেও তাঁকে প্রায় জড়িয়ে ধরে রং মাখিয়ে দিচ্ছে এক অভিযুক্ত৷ এক নাবালক আবার তরুণীর মাথায় ডিম ফাটিয়ে দেয়৷ এরই মধ্যে মেজাজ হারিয়ে এক অভিযুক্তকে চড়ও মারেন ওই তরুণী৷ তার পর কোনওক্রমে ওই জায়গা থেকে বেরিয়ে আসেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

ভিডিওটি ছড়িয়ে পড়ার পরেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্রিয় হয় দিল্লি পুলিশ৷ জানা গিয়েছে, অভিযুক্ত তিনজনের মধ্যে একজন নাবালকও রয়েছে৷ ঘটনার তদন্তে নেমে জাপানি দূতাবাসের সঙ্গেও যোগাযোগ রাখছে পুলিশ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi: রং মাখানোর অছিলায় জাপানি তরুণীর সম্মানহানি! দিল্লিতে আটক তিন, ভারত ছেড়ে বাংলাদেশে নিগৃহীতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল