TRENDING:

Jaipur Student Death Case: 'সহপাঠীরা উত্ত্যক্ত করত, ঘটনার দিন সাহায্যের আশায় দু-দু'বার ছুটে গিয়েছিল শিক্ষিকার কাছে ', জয়পুরে ছাত্রীর মৃত্যুর ঘটনায় স্কুলকে নোটিস CBSE-র

Last Updated:

এবার প্রাথমিক তদন্তের পর কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE) জয়পুরের ওই বেসরকারি স্কুলকে নোটিস পাঠাল। তদন্তে উঠে এসেছে নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর। জানা গিয়েছে, ছাত্রীকে নিয়মিত উত্যক্ত করর তার সহপাঠীরা, বারবার শিক্ষিকার কাছে সাহায্যের আবেদন ও অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। সংশ্লিষ্ট শিক্ষক ছাত্রীর কথায় কান-ই দেননি। উপেক্ষা করেছেন প্রতিবার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়পুর, রাজস্থান: ১ নভেম্বর জয়পুরের এক বেসরকারি স্কুলের চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী। প্রায় ৪৭ ফুট উপর থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ বছরের মেয়েটির। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েও কোনও লাভ হয়নি। চিকিৎসকরা ছাত্রীকে মৃত ঘোষণা করে। মর্মামন্তি এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক তদন্ত শুরু হয়েছে, প্রশ্ন উঠেছে ক্যাম্পাসের সুরক্ষার মান নিয়ে।
'সহপাঠীরা উত্ত্যক্ত করত, ঘটনার দিন দু-দু'বার সাহায্যের আশায় শিক্ষিকার কাছে ছুটে গিয়েছিল', জয়পুরে ছাত্রীর মৃত্যুর ঘটনায় স্কুলকে নোটিস CBSE-র
'সহপাঠীরা উত্ত্যক্ত করত, ঘটনার দিন দু-দু'বার সাহায্যের আশায় শিক্ষিকার কাছে ছুটে গিয়েছিল', জয়পুরে ছাত্রীর মৃত্যুর ঘটনায় স্কুলকে নোটিস CBSE-র
advertisement

এবার প্রাথমিক তদন্তের পর কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE) জয়পুরের ওই বেসরকারি স্কুলকে নোটিস পাঠাল। তদন্তে উঠে এসেছে নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর। জানা গিয়েছে, ছাত্রীকে নিয়মিত উত্যক্ত করর তার সহপাঠীরা, বারবার শিক্ষিকার কাছে সাহায্যের আবেদন ও অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। সংশ্লিষ্ট শিক্ষক ছাত্রীর কথায় কান-ই দেননি। উপেক্ষা করেছেন প্রতিবার।

CBSE-র তদন্ত রিপোর্ট অনুযায়ী, ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে সহপাঠীরা উত্যক্ত করত। অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বাদ যেত না।

advertisement

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত ছিল এবং সাহায্যের জন্য দু’বার তার ক্লাস টিচারের কাছে গিয়েছিল। কিন্তু কোনও ফল হয়নি। ছাত্রীর কথা শুনতেই চাননি শিক্ষিকা। তদন্তে এও জানা গিয়েছে, ছাত্রীকে একবারও স্কুল কাউন্সিলরের কাছে পাঠানো হয়নি, যা বোর্ডের মতে নিরাপত্তা ও মানসিক সুস্থতার নির্দেশিকা লঙ্ঘনের ‘গুরুতর অপরাধ’।

advertisement

CBSE-র কর্মকর্তারা জানিয়েছেন, স্কুলটি মৌলিক শিশু সুরক্ষা ব্যবস্থা কার্যকর করতে ব্যর্থ হয়েছে। অভিযোগগুলি লিখিতভাবে নথিভুক্ত করা, প্রশিক্ষিত কাউন্সিলরের হস্তক্ষেপ নিশ্চিত করা এবং শীর্ষ কর্তৃপক্ষকে জানানোর মতো পদক্ষেপ আদৌ নেওয়া হয়নি।

আরও পড়ুন:বন্ধুরা ফাঁস করল আরও কথা…৬ মাস ধরে লাগাতার হেনস্থা! দিল্লির ছাত্রের মৃত্যুর ঘটনায় সাসপেন্ড ৪ শিক্ষক

রিপোর্টে বলা হয়েছে, এই গাফিলতিগুলি প্রমাণ করছে স্কুলের অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থায় চিড় ধরেছে। পাশাপাশি, র‍্যাগিং প্রতিরোধ ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষার বিষয়ে বোর্ডের যে বাধ্যতামূলক নীতি রয়েছে, তা মানা হয়নি। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে এবং ঘটনার ধারাবাহিকতা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

আরও পড়ুন:কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে বদল? সিদ্দারামাইয়ার দিন শেষ? ‘নভেম্বর ক্রান্তি’র দাবিতে দিল্লিতে শিবকুমারের অনুগামীরা

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন কমলার দেশ...! সামসিং খাসমহলের চোখ ধাঁধানো 'অরেঞ্জ গার্ডেনে' নেমেছে পর্যটকদের ঢল
আরও দেখুন

ওই ছাত্রী তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই রাজস্থান স্কুল শিক্ষা দফতর একটি ছয় সদস্যের দলকে ক্যাম্পাসে তদন্তের জন্য পাঠায়। কিন্তু কর্মকর্তারা অভিযোগ করেন, তাঁদের প্রবেশ করতে দেওয়া হয়নি। স্কুলের প্রধান ফটক ভিতর থেকে বন্ধ ছিল এবং ৯০ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করলেও প্রধান শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষের কেউ তাদের সঙ্গে দেখা করেননি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Jaipur Student Death Case: 'সহপাঠীরা উত্ত্যক্ত করত, ঘটনার দিন সাহায্যের আশায় দু-দু'বার ছুটে গিয়েছিল শিক্ষিকার কাছে ', জয়পুরে ছাত্রীর মৃত্যুর ঘটনায় স্কুলকে নোটিস CBSE-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল