TRENDING:

Jagdeep Dhankhar wants discussion with Mamata Banerjee: 'আজই পারলে সময় দিন', ফের মমতাকে চিঠি, কী নিয়ে জরুরি আলোচনা চান রাজ্যপাল?

Last Updated:

কয়েকদিন আগেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একই ভাবে মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসার অনুরোধ করেছিলেন রাজ্যপাল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা হাইকোর্টে আইনজীবীদের মধ্যে মারামারি, এজলাসের ভিতরে বিক্ষোভ এবং রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ বর্তমানে রাজ্যের পরিস্থিতিকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়ে আজই আলোচনায় বসার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷
ফের সংঘাতে রাজ্য- রাজ্যপাল৷
ফের সংঘাতে রাজ্য- রাজ্যপাল৷
advertisement

গতকালের পর আজও কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের মধ্যে উত্তেজনা ছড়ায়৷ বিচারতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিক্ষোভও দেখান আইনজীবীদের একাংশ৷ তৃণমূল সমর্থিত আইনজীবীদের সংগঠনের সদস্যরাই এই বিক্ষোভ দেখিয়েছেন বলে খবর৷ গতকালও হাইকোর্টের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন আইনজীবীরা৷

আরও পড়ুন: 'আইনের শাসন নেই, রাজ ভবনে এসে আলোচনায় বসুন', দিল্লি থেকে ফিরে মমতাকে কড়া চিঠি ধনখড়ের

advertisement

চিঠিতে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর উদ্দেশে লিখেছেন, 'কলকাতা হাইকোর্টের পবিত্র ভবনের মধ্যেই এ দিন যে বিরক্তিকর ও বেনজির ঘটনা ঘটেছে এবং সাম্প্রতিক কালে যেভাবে মহিলাদের উপরে একের পর এক ঘৃন্য নির্যাতনের ঘটনা ঘটছে ও আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, তাতে আমি গভীর ভাবে উদ্বিগ্ন৷'

advertisement

আরও পড়ুন: বড় স্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায়! ২৪ ঘণ্টা নয়, CBI নিয়ে আপাতত চার সপ্তাহ নিশ্চিন্ত

রাজ্যপাল আরও লিখেছেন, 'সংবিধান এবং আইনের শাসন দ্বারা চালিত একটি ব্যবস্থায় যদি বিচার পাওয়ার রাস্তায় এবং আদালতের কাজকর্মে বাধা সৃষ্টি করা হয়, তাহলে গণতন্ত্রের মৃত্যু ঘণ্টা বেজে যায়৷'

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একই ভাবে মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসার অনুরোধ করেছিলেন রাজ্যপাল৷ এর পর রাজ ভবনে গিয়ে জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠকও করে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবারেও রাজ্যপালের বার্তায় মুখ্যমন্ত্রী সাড়া দেন কি না, সেটাই দেখার৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Jagdeep Dhankhar wants discussion with Mamata Banerjee: 'আজই পারলে সময় দিন', ফের মমতাকে চিঠি, কী নিয়ে জরুরি আলোচনা চান রাজ্যপাল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল