আরও পড়ুন: Video: লাদাখের সাসেরকাঙরিতে গিয়ে নিখোঁজ ৮ বারের এভারেস্টজয়ী পেম্বা শেরপা
পেম্বা শেরপার খোঁজে তল্লাশি বন্ধ করার সিদ্ধান্ত নিল জম্মু-কাশ্মীর প্রশাসন ৷ ১৩ জুলাই থেকে নিখোঁজ পেম্বা ৷ সাসের কাংরি শৃঙ্গ সামিট করার আনন্দ তখন সকলের চোখে-মুখে ৷ তারই মধ্যে ঘটে গেল চরম অঘটন ৷ বরফ-পথ শেষ হতে বাকি ছিল আর বড় জোর ৫০০ মিটার পথ। দলকে গাইড করছিলেন পেম্বা ৷ হঠাৎই বরফের গর্তে ঢুকে গেল পা ৷ হুড়মুড়িয়ে ক্রিভাসের ভিতর তলিয়ে গেলেন ৮ বারের এভারেস্টজয়ী ৷ এরপরেই শুরু হয় উদ্ধারকার্য ৷ অভিযাত্রী দলে সঙ্গে ছিলেন পেম্বার নিজের দাদা পাসাং শেরপাও ৷ নিজেরাই প্রাথমিক পর্যায়ের তল্লাশি চালান ৷ কিন্তু সুরাহা হয়নি তাতে ৷ নিকষ অন্ধকার গিরিখাদে পেম্বাকে খুঁজে পাওয়া যায়নি ৷ এরপর উদ্ধারকার্যের দায়িত্ব গিয়েছিল আইটিবিপি (ইন্দো-তিবেতান সীমা পুলিশ)-র হাতে ৷
advertisement
কিন্তু সমতলের সব প্রার্থনা, আকুল ডাক, ভালবাসা, ভরসা, মায়ার সব বাঁধন ছেড়ে জানা নেই কোন বরফের কোলে চুপটি করে পড়ে রয়েছেন তিনি, বাংলার বীর সন্তান পেম্বা শেরপা ৷