TRENDING:

ISRO New Rocket First Launch: 'আজাদিস্যাট' নিয়ে ওড়ার সময় বিপত্তি! নতুন রকেটের প্রথম উৎক্ষেপণেই সমস্যায় ইসরো

Last Updated:

ISRO New Satellite AzadiSAT: দু’টি স্যাটেলাইট বহনকারী এই রকেট উৎক্ষেপণের চূড়ান্ত পর্যায়ে কিছু তথ্য হারিয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে ইসরো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মহাকাশে নয়া রকেট উৎক্ষেপণ করতে গিয়েই বিপত্তি! ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) একটি নতুন রকেটের প্রথম উড়ানেই দেখা দিল গোলযোগ। দু’টি স্যাটেলাইট বহনকারী এই রকেট উৎক্ষেপণের চূড়ান্ত পর্যায়ে কিছু তথ্য হারিয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে ইসরো। ১২০ টনের স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (SSLV) দু’টি স্যাটেলাইটকে আদৌ একটি স্থিতিশীল কক্ষপথে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল কিনা তাই এখন বোঝার চেষ্টা করছেন ISRO বিজ্ঞানী এবং প্রকৌশলীরা। এই বিষয়টি স্পষ্ট না হওয়া পর্যন্ত ইসরোর মিশনকে সফল ঘোষণা করা যাবে না।
ISRO SSLV_1
ISRO SSLV_1
advertisement

“সমস্ত পর্যায়ে প্রত্যাশিতভাবেই কাজ করেছে SSLV-D1। মিশনের একেবারে অন্তিম পর্বে, কিছু তথ্য হারিয়ে যায়। আমরা স্থিতিশীল কক্ষপথ অর্জনের বিষয়ে মিশনের চূড়ান্ত ফলাফল কী তা বিশ্লেষণ করছি,” বলেন ISRO চেয়ারম্যান এস সোমানাথ।

আরও পড়ুন- এই প্রথম! দেশের শীর্ষ বিজ্ঞান সংস্থার প্রধান পদে মহিলা, জয় জয়কার নল্লাথাম্বির

এই SSLV আর্থ অবজারভেশন স্যাটেলাইট-০২ এবং একটি সহযাত্রী স্যাটেলাইট AzaadiSAT বহন করে নিয়ে যাচ্ছিল। এই AzaadiSAT ‘স্পেস কিডজ ইন্ডিয়া’ মহাকাশ সংস্থার পড়ুয়াদের একটি দল তৈরি করেছে, যার লক্ষ্য সরকারি স্কুলের পড়ুয়াদের মহাকাশ সম্পর্কে প্রাথমিক ধারণা এবং জ্ঞান তৈরি করা।

advertisement

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ৭৫০ জন স্কুল পড়ুয়া নির্মিত ৭৫ টি পেলোড নিয়ে তৈরি হয়েছে AzaadiSAT। এই স্যাটেলাইটটি তৈরির নেপথ্যে থাকা পড়ুয়ারাও আজ, রবিবার শ্রীহরিকোটার স্পেসপোর্টে SSLV-D1 উৎক্ষেপণের সাক্ষী হয়।

“আমাদের স্কুলের তিনটি দল এই SSLV উৎক্ষেপণে অংশ নিয়েছে। আমি খুব আনন্দিত যে আমরা এই সুযোগটি পেয়েছি। আমরা সত্যিই এর জন্য কঠোর পরিশ্রম করেছি এবং আজ আমরা আজাদিস্যাট উপগ্রহ উৎক্ষেপণের সাক্ষী হব,” সংবাদ সংস্থা এএনআইকে জানায় তেলেঙ্গানার ছাত্রী শ্রেয়া।

advertisement

আরও পড়ুন- সামান্য হলেও কম দৈনিক সংক্রমণ, তবে কমছে না কোভিডে মৃত্যু, একদিনে আক্রান্ত ১৮,৭৩৮

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

SSLV ৩৪ মিটার লম্বা, পিএসএলভি থেকে প্রায় ১০ মিটার কম এবং পিএসএলভির ২.৮ মিটারের তুলনায় এটি ব্যাস দুই মিটার। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (পিএসএলভি), জিওসিঙ্ক্রোনাস লঞ্চ ভেহিকেলের (জিএসএলভি) মাধ্যমে সফল উৎক্ষেপণের পর এটিই ছিল মহাকাশ সংস্থার SSLV-এর প্রথম উৎক্ষেপণ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ISRO New Rocket First Launch: 'আজাদিস্যাট' নিয়ে ওড়ার সময় বিপত্তি! নতুন রকেটের প্রথম উৎক্ষেপণেই সমস্যায় ইসরো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল