“সমস্ত পর্যায়ে প্রত্যাশিতভাবেই কাজ করেছে SSLV-D1। মিশনের একেবারে অন্তিম পর্বে, কিছু তথ্য হারিয়ে যায়। আমরা স্থিতিশীল কক্ষপথ অর্জনের বিষয়ে মিশনের চূড়ান্ত ফলাফল কী তা বিশ্লেষণ করছি,” বলেন ISRO চেয়ারম্যান এস সোমানাথ।
আরও পড়ুন- এই প্রথম! দেশের শীর্ষ বিজ্ঞান সংস্থার প্রধান পদে মহিলা, জয় জয়কার নল্লাথাম্বির
এই SSLV আর্থ অবজারভেশন স্যাটেলাইট-০২ এবং একটি সহযাত্রী স্যাটেলাইট AzaadiSAT বহন করে নিয়ে যাচ্ছিল। এই AzaadiSAT ‘স্পেস কিডজ ইন্ডিয়া’ মহাকাশ সংস্থার পড়ুয়াদের একটি দল তৈরি করেছে, যার লক্ষ্য সরকারি স্কুলের পড়ুয়াদের মহাকাশ সম্পর্কে প্রাথমিক ধারণা এবং জ্ঞান তৈরি করা।
advertisement
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ৭৫০ জন স্কুল পড়ুয়া নির্মিত ৭৫ টি পেলোড নিয়ে তৈরি হয়েছে AzaadiSAT। এই স্যাটেলাইটটি তৈরির নেপথ্যে থাকা পড়ুয়ারাও আজ, রবিবার শ্রীহরিকোটার স্পেসপোর্টে SSLV-D1 উৎক্ষেপণের সাক্ষী হয়।
“আমাদের স্কুলের তিনটি দল এই SSLV উৎক্ষেপণে অংশ নিয়েছে। আমি খুব আনন্দিত যে আমরা এই সুযোগটি পেয়েছি। আমরা সত্যিই এর জন্য কঠোর পরিশ্রম করেছি এবং আজ আমরা আজাদিস্যাট উপগ্রহ উৎক্ষেপণের সাক্ষী হব,” সংবাদ সংস্থা এএনআইকে জানায় তেলেঙ্গানার ছাত্রী শ্রেয়া।
আরও পড়ুন- সামান্য হলেও কম দৈনিক সংক্রমণ, তবে কমছে না কোভিডে মৃত্যু, একদিনে আক্রান্ত ১৮,৭৩৮
SSLV ৩৪ মিটার লম্বা, পিএসএলভি থেকে প্রায় ১০ মিটার কম এবং পিএসএলভির ২.৮ মিটারের তুলনায় এটি ব্যাস দুই মিটার। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (পিএসএলভি), জিওসিঙ্ক্রোনাস লঞ্চ ভেহিকেলের (জিএসএলভি) মাধ্যমে সফল উৎক্ষেপণের পর এটিই ছিল মহাকাশ সংস্থার SSLV-এর প্রথম উৎক্ষেপণ।