আরও পড়ুন- ছেলে বিধায়ক হলেও ঝাড়ু ছাড়বেন না, সাফাইকর্মীর কাজই করবেন 'আম আদমি' লাভ সিংয়ের মা
“ইশক করনা সবকা পয়দাইশি হক হ্যায়,” নিজের বক্তব্যে বলেন ভগবন্ত মান। তিনি আরও বলেন, “এই বার আসুন এই দেশের মাটির সঙ্গেই প্রেম করি।” ভগৎ সিংকে উদ্ধৃত করেই নিজের শপথ গ্রহণ শুরু করেন ভগবন্ত। খটকার কালানকে নিজের শপথ অনুষ্ঠানের স্থান হিসাবে বেছে নেওয়ার পিছনে বিশেষ কারণটির উল্লেখও করেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী।
advertisement
“এই প্রথমবার আমরা একজন শহিদের গ্রামে এসেছি। ভগৎ সিংকে প্রতিদিন স্মরণ করা উচিত,” বলেন ভগবন্ত মান। পঞ্জাব বিধানসভা নির্বাচনে জয়ী হয়েই সমর্থকদের উদ্দেশ্যে ভগবন্ত মান জানিয়েছিলেন যে, যারা তাদের পক্ষে ভোট দিয়েছে এবং যারা দেয়নি সকলেরই প্রতিনিধি হিসেবে কাজ করবে AAP।
আরও পড়ুন- পঞ্জাব জয়ের পর এবার লক্ষ্য হিমাচল প্রদেশ! ৬৮ টি আসনেই বিধানসভা নির্বাচনে লড়বে আপ
এদিন পঞ্জাবি ভাষাতেই শপথ নেন ভগবন্ত মান। নব-নির্বাচিত AAP বিধায়করা ছাড়াও, দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল, উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং অন্যান্য নেতারাও এই শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
কংগ্রেস এবং এসএডি-বিএসপি জোটকে উড়িয়ে দিয়ে ১১৭ সদস্যের পঞ্জাব বিধানসভায় ৯২ টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা কায়েম করেছে আম আদমি পার্টি।