নুপূর শর্মাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েই রাশিয়ায় পৌঁছয় সে৷ লক্ষ্য ছিল রাশিয়া থেকে ভিসা নিয়ে দিল্লি পৌঁছনো৷ সূত্রের খবর, দিল্লিতে পৌঁছলে স্থানীয় ভাবে তাকে সহযোগিতা করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷
জেরায় আজামভ স্বীকার করেছেন, অনলাইন প্রশিক্ষণেই তাকে চরমপন্থার প্রতি আকর্ষিত করা হয়েছিল৷ কোনও আইএস নেতার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয়নি তার৷ অপারেশনের দ্বিতীয় পর্যায়ে তিনি রাশিয়ায় পৌঁছন বলে দাবি করেছে আজামভ৷
advertisement
আরও পড়ুন: টমেটো কেচাপে ভেস্তে গেল সুপারি হত্যা! স্বামীকে মারতে চেয়ে গুণ্ডাদের সঙ্গে হাজতে স্ত্রী
গত ২৭ জুলাই একটি বিদেশী সন্ত্রাস দমন এজেন্সির মাধ্যমে রাশিয়ায় একজন জঙ্গির গ্রেফতার হওয়ার খবর পায় ভারত৷ ওই এজেন্সি জানিয়েছিল, কিরঘিজস্তান এবং উজবেকিস্তানের দুই আত্মঘাতী জঙ্গি ভারতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল৷ তাদের মধ্যে একজন তুরস্ক থেকে এসেছে৷
ভারতের আসা তথ্য অনুযায়ী, ওই দুই জঙ্গি রাশিয়ার মস্কো অথবা অন্য কোনও দূতাবাসের মাধ্যমে ভারতে আসার জন্য ভিসার আবেদন জানাবে৷ এই তথ্য হাতে পেয়েই রাশিয়াকে জানায় ভারত৷ সেই সূত্র ধরেই আজামভকে আটক করে সেদেশের ফেডারেল সিকিউরিটি সার্ভিস৷
এই তথ্য হাতে আসার সঙ্গে ভারতীয় গোয়েন্দারাও তৎপর হন৷ দেশের ভিতরে আইএস-এর মেরুদণ্ড ভেঙে দিতে অ্যান্টি টেররিজম স্কয়াড গোটা দেশ জুড়ে বৈঠক করে৷ এর পরেই ভারতে আইএস-এর সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের বিরুদ্ধে জোরদার অভিযানে নামে এটিএস৷ দু' দিনের মধ্যে অন্তত ৩৫টি জায়গায় অভিযান চলে৷ অনেককেই হেফাজতে নিয়ে জেরা করা হয়৷