এমনিতেই তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশার নির্বাচন ২০১৯-এ লোকসভা ভোটের সঙ্গেই হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই জনসভা আগামী ভোট গুলির মহড়া হিসাবেই ধরা হচ্ছে ৷
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের আজমগড়ে এক বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একধিক সরকারি যোজনার ঘোষণা করেছেন ৷ প্রধানত দেশের পূর্বাঞ্চলকে শক্তপোক্ত করতে পূর্বাঞ্চল এক্সপ্রেসের ঘোষণা করেছেন ৷ জনজীবনে এই পূর্বাঞ্চল এক্সপ্রেসের গুরুত্ব অপরিসীম বলেই দাবি করেছেন প্রধানমন্ত্রী ৷
advertisement
দেশের উন্নতি এবং ক্রমাগত উন্নতিই একমাত্র তাঁর উন্নতির মন্ত্রকে এক নতুন দিশা দিতে পারে ৷ বিভিন্ন প্রসঙ্গে তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনি একাধিক প্রসঙ্গের উল্লেখ করেছেন ৷ প্রধানমন্ত্রী এই মঞ্চ থেকে কংগ্রেসকে বিঁধতে ছাড়েননি ৷
এদিন কংগ্রেসের বিরুদ্ধে বেশ আক্রমণত্মক দেখিয়েছে প্রধানমন্ত্রীকে ৷ তিনি বলেছেন কংগ্রেস সর্বদা মুসলিম তোষণের রাজনীতি করে চলেছে ৷ তাহলে আদৌ কি কংগ্রেস মুসলিমদের পার্টিতে পরিণত হয়েছে ৷
তিনি দাবি করেছেন ৩৪০ কিলোমিটারের দীর্ঘ পূর্বাঞ্চল এক্সপ্রেস তৈরির পরে লখনউ-এর সঙ্গে সরাসরি জুড়ে দেওয়া হবে ৷ তিনি আরও দাবি করেছেন তাঁর সরকার মানুষের দরকারকে সবার আগে প্রাধান্য দিয়েছে ৷ মানুষ এবং তার সমস্যাই শেষ কথা সেখানে নেই কোনও জাতপাত বিচার নেই ভেদাভেদ ৷
তিনি আবার মনে করিয়ে দিয়েছেন সবকা বিকাশ সবকে সাথ মন্ত্রটি ৷ তিনি বলেছেন একমাত্র ভারতীয় জনতা পার্টিই সবাইকে চলতে পারে সবার হয়ে বলতে পারে ৷
আরও পড়ুন : সচিন-রেখাদের মেয়াদ শেষ, রাষ্ট্রপতির মনোনয়নে এ বার রাজ্য়সভায় এই ৪ ব্যক্তিত্ব