ছবিটির সঙ্গে দেওয়া আছে এক কোডনেম-'বুরহানি সানি' ।
আরও পড়ুন: দোষীদের ফাঁসি হবে কী ? নির্ভয়া কাণ্ডে আজ রায় দেবে শীর্ষ আদালত
দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার দ্রাগুড় গ্রামের বাসিন্দা ছিলেন শামসুল । কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে ইউনানি মেডিসিন ও সার্জারি নিয়ে পড়াশুনা করতেন । তাঁর দাদা ইনামুল হক উত্তর-পূর্ব ভারতে কর্মরত । তিনি ২০১২ ব্যাচের আইপিএস অফিসার ।
advertisement
সম্প্রতি হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বেশ কয়েকজন তরুণকে নিয়োগ করেছে মুজাহিদিন । শামসুলের সঙ্গেও আরও বেশ কয়েকজন মুজাহিদিনে যোগ দিয়েছে বলে জানা গিয়েছে ।
গত দু'বছর ধরেই কাশ্মীরের শিক্ষিত যুবকদের মধ্যে সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দেওয়ার প্রবণতা বেড়েছে। এবছর অন্তত ৫০ জন যুবক সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিয়েছে ।
আরও পড়ুন: জলে ঢাকা গর্ত, মুম্বইয়ে মহিলা বাইকআরোহীকে পিষে দিয়ে গেল বাস