আরও পড়ুন- স্টেশনে একা জবুথবু অবস্থায় বসেছিল মেয়েটি, ‘তুমি কে?’ GRP জিজ্ঞাসা করতেই…ঘাম ছুটল সবার!
আরও পড়ুন- ট্রেনের টয়লেটে ‘অস্বস্তিকর’ শব্দ…! কী চলছে ভিতরে? GRP এসে দরজা ভাঙতেই গলগল করে বেরোল…!
পুলিশের কাছে পরিবারের অভিযোগ
এই ঘটনার পর পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। ত্রিপুনিথুরার হিল প্যালেস থানায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পাশাপাশি, ছাত্রের মা শিশু কমিশনেও চিঠি লিখে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এমনকি, অভিযোগ রয়েছে যে, ছাত্র যে স্কুলে আগে পড়ত, সেখানকার সহ-প্রধান শিক্ষকও তার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন।
advertisement
পরিবারের অভিযোগ ও তদন্ত
মিডিয়া সূত্রে জানা গেছে, ছাত্রের মা জানিয়েছেন যে তার ছেলে ছিল একদম প্রাণোচ্ছল ও হাসিখুশি। কিন্তু স্কুলে বারবার মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিল সে। এমনকি স্কুল বাসেও তাকে অপমানের মুখোমুখি হতে হয়েছিল। ঘটনার পর পরিবারের লোকজন তার বন্ধুদের সঙ্গে কথা বলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বার্তাগুলো খতিয়ে দেখে, যেখানে বহু চমকপ্রদ তথ্য উঠে আসে।
আরও পড়ুন- রাস্তার কুকুর কেন চলন্ত বাইক এবং গাড়ি দেখলেই তাড়া করে? ৯৯% মানুষই জানেন না ‘আসল কারণ’…! এমন হলে কী করবেন?
ন্যায়বিচারের দাবিতে আন্দোলন
এই ঘটনার পর ছাত্রের বন্ধুরা তার নামে একটি ইনস্টাগ্রাম পেজ খুলে ন্যায়বিচারের দাবি তোলে। তবে অভিযোগ রয়েছে, স্কুল প্রশাসনের চাপের কারণে ওই পেজ সরিয়ে ফেলা হয়েছে। ছাত্রের মা অভিযোগ করেছেন, স্কুল কর্তৃপক্ষ এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, যাতে তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না হয়।
তদন্ত চলছে
এই ঘটনার পর স্থানীয় মানুষ এবং বিভিন্ন সংগঠন ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ছাত্রদের ও স্কুল প্রশাসনের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভিন্ন সামাজিক সংগঠনও নিহত ছাত্রের পরিবারের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচারের দাবি জানিয়েছে।