ফুরফুরে মেজাজে বিয়ে করতে যাচ্ছিলেন বর, পাত্রীর গ্রামে ঢুকেই মাথায় হাত...! এ কী কাণ্ড, সর্বনাশ হয়ে গেল তাঁর!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Wedding: বিয়ের দিন ঠিক হয়েছিল ২৮ জানুয়ারি। এক ঘটক এই বিয়ের সম্বন্ধ করেছিলেন। এদিকে কন্যার ছবি এবং ঠিকানা যা ছিল সেই মতো গ্রামে পৌঁছে ফাঁপরে পড়লেন পাত্র। যা ঘটল, কল্পনাতীত।
advertisement
advertisement
advertisement
advertisement
এদিকে, খবর পেয়ে পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ ধরে পঞ্চায়েত ভবনে তুমুল হৈচৈ চলে। তদন্তে জানা যায়, কনের যে ছবি বর এবং তাঁর পরিবারকে দেখানো হয়েছিল, সেই মেয়ে আদতে এই গ্রামেরই নয়। যখন সিঙ্গা গ্রামের পঞ্চায়েত ভবনে বিয়ের শোভাযাত্রার ভিড় জমতে শুরু করে, তখন তাহলিওয়াল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বরপক্ষের পরিবার বিলোচি গ্রামের এক মহিলার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে।
advertisement
advertisement
advertisement