ফুরফুরে মেজাজে বিয়ে করতে যাচ্ছিলেন বর, পাত্রীর গ্রামে ঢুকেই মাথায় হাত...! এ কী কাণ্ড, সর্বনাশ হয়ে গেল তাঁর!

Last Updated:
Wedding: বিয়ের দিন ঠিক হয়েছিল ২৮ জানুয়ারি। এক ঘটক এই বিয়ের সম্বন্ধ করেছিলেন। এদিকে কন্যার ছবি এবং ঠিকানা যা ছিল সেই মতো গ্রামে পৌঁছে ফাঁপরে পড়লেন পাত্র। যা ঘটল, কল্পনাতীত।
1/8
খুশি মনে বিয়ে করতে চলেছিলেন পাত্র। কনের বাড়ির কাছাকাছি চলে আসার পর এ কী হল তাঁর সঙ্গে? বিয়েই মাথায় উঠল শেষে। যেতে হল পঞ্চায়েত অফিসে। কী হল সেই পাত্রের সঙ্গে, জানলে আপনিও হতবাক হয়ে যাবেন!
খুশি মনে বিয়ে করতে চলেছিলেন পাত্র। কনের বাড়ির কাছাকাছি চলে আসার পর এ কী হল তাঁর সঙ্গে? বিয়েই মাথায় উঠল শেষে। যেতে হল পঞ্চায়েত অফিসে। কী হল সেই পাত্রের সঙ্গে, জানলে আপনিও হতবাক হয়ে যাবেন!
advertisement
2/8
বিয়ের দিন ঠিক হয়েছিল ২৮ জানুয়ারি। এক ঘটক এই বিয়ের সম্বন্ধ করেছিলেন। এদিকে কন্যার ছবি এবং ঠিকানা যা ছিল সেই মতো গ্রামে পৌঁছে ফাঁপরে পড়লেন পাত্র। যা ঘটল, কল্পনাতীত।
বিয়ের দিন ঠিক হয়েছিল ২৮ জানুয়ারি। এক ঘটক এই বিয়ের সম্বন্ধ করেছিলেন। এদিকে কন্যার ছবি এবং ঠিকানা যা ছিল সেই মতো গ্রামে পৌঁছে ফাঁপরে পড়লেন পাত্র। যা ঘটল, কল্পনাতীত।
advertisement
3/8
হিমাচল প্রদেশের কুটলেহর বিধানসভা কেন্দ্রের নারি গ্রামের বাসিন্দা এই পাত্র। হারোলি বিধানসভা কেন্দ্রের সিঙ্গা গ্রামে কনে নিতে গিয়েছিলেন। কিন্তু কনের বাড়িতে পৌঁছানোর পর হতাশা ও প্রতারণার শিকার হতে হল তাঁকে।
হিমাচল প্রদেশের কুটলেহর বিধানসভা কেন্দ্রের নারি গ্রামের বাসিন্দা এই পাত্র। হারোলি বিধানসভা কেন্দ্রের সিঙ্গা গ্রামে কনে নিতে গিয়েছিলেন। কিন্তু কনের বাড়িতে পৌঁছানোর পর হতাশা ও প্রতারণার শিকার হতে হল তাঁকে।
advertisement
4/8
ঘটককে বিশ্বাস করে বর যখন মঙ্গলবার ধুমধাম করে শোভাযাত্রা নিয়ে সিঙ্গা গ্রামে পৌঁছান, তখন অবাক করার মতো দৃশ্য দেখতে পান। কোথায় বিয়ে? কনেই বা কোথায়?
ঘটককে বিশ্বাস করে বর যখন মঙ্গলবার ধুমধাম করে শোভাযাত্রা নিয়ে সিঙ্গা গ্রামে পৌঁছান, তখন অবাক করার মতো দৃশ্য দেখতে পান। কোথায় বিয়ে? কনেই বা কোথায়?
advertisement
5/8
এদিকে, খবর পেয়ে পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ ধরে পঞ্চায়েত ভবনে তুমুল হৈচৈ চলে। তদন্তে জানা যায়, কনের যে ছবি বর এবং তাঁর পরিবারকে দেখানো হয়েছিল, সেই মেয়ে আদতে এই গ্রামেরই নয়। যখন সিঙ্গা গ্রামের পঞ্চায়েত ভবনে বিয়ের শোভাযাত্রার ভিড় জমতে শুরু করে, তখন তাহলিওয়াল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বরপক্ষের পরিবার বিলোচি গ্রামের এক মহিলার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে।
এদিকে, খবর পেয়ে পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ ধরে পঞ্চায়েত ভবনে তুমুল হৈচৈ চলে। তদন্তে জানা যায়, কনের যে ছবি বর এবং তাঁর পরিবারকে দেখানো হয়েছিল, সেই মেয়ে আদতে এই গ্রামেরই নয়। যখন সিঙ্গা গ্রামের পঞ্চায়েত ভবনে বিয়ের শোভাযাত্রার ভিড় জমতে শুরু করে, তখন তাহলিওয়াল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বরপক্ষের পরিবার বিলোচি গ্রামের এক মহিলার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে।
advertisement
6/8
তথ্যানুসারে, উনা জেলার এক গ্রামে বসবাসকারী এক নারী, পাশের গ্রামের এক যুবকের জন্য বিয়ের ব্যবস্থা করেছিলেন। তবে যখন বর এবং তার আত্মীয়রা সিঙ্গা গ্রামে বিয়ের শোভাযাত্রা নিয়ে পৌঁছায়, তখন সেই নারী নানা অজুহাত দিতে শুরু করেন।
তথ্যানুসারে, উনা জেলার এক গ্রামে বসবাসকারী এক নারী, পাশের গ্রামের এক যুবকের জন্য বিয়ের ব্যবস্থা করেছিলেন। তবে যখন বর এবং তার আত্মীয়রা সিঙ্গা গ্রামে বিয়ের শোভাযাত্রা নিয়ে পৌঁছায়, তখন সেই নারী নানা অজুহাত দিতে শুরু করেন।
advertisement
7/8
প্রথমে তিনি বলেন, গ্রামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে, তাই অন্যত্র বিয়ের তাঁবু স্থাপন করতে হবে। পরে বলেন, কনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এবং তাকে পাঞ্জাবের হোশিয়ারপুরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ওই নারীও সেখান থেকে অদৃশ্য হয়ে যান!
প্রথমে তিনি বলেন, গ্রামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে, তাই অন্যত্র বিয়ের তাঁবু স্থাপন করতে হবে। পরে বলেন, কনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এবং তাকে পাঞ্জাবের হোশিয়ারপুরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ওই নারীও সেখান থেকে অদৃশ্য হয়ে যান!
advertisement
8/8
এই ঘটনায় পুরো গ্রাম হতবাক। পুলিশ এখন পুরো বিষয়টি তদন্ত করছে এবং প্রতারক মহিলার সন্ধানে নেমেছে।
এই ঘটনায় পুরো গ্রাম হতবাক। পুলিশ এখন পুরো বিষয়টি তদন্ত করছে এবং প্রতারক মহিলার সন্ধানে নেমেছে।
advertisement
advertisement
advertisement