পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে (Post Office MIS) দেশের যে কোনও নাগরিক ইনভেস্ট করতে পারবেন ৷ এই যোজনার মাধ্যমে আপনি আপনার পরিবারের জন্য প্রতি মাসে গ্যারেন্টিড ৪৯৫০ টাকা ইনকামের ব্যবস্থা করতে পারবেন ৷ এখানে সিঙ্গল বা জয়েন্ট দু’ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
এই যোজনায় এককালীন টাকা জমা রাখতে হয় ৷ ওই টাকার উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে ৷ এই যোজনায় ৫ বছরের জন্য টাকা জমা রাখতে হবে ৷ এরপর সেটা ৫-৫ বছরের জন্য বাড়ানো যেতে পারে ৷ বর্তমানে এমআইএস-এ জমা টাকার উপরে সরকার ৬.৬ শতাংশ সুদ দিচ্ছে ৷
advertisement
স্কিম সম্বন্ধে বিস্তারিত জেনে নিন...
- যোজনা: মান্থলি ইনকাম স্কিম (MIS)
- সুদ: ৬.৬ শতাংশ সুদ
- ন্যূনতম জমা রাখতে হবে ১০০০ টাকা
- অধিকতম (সিঙ্গল অ্যাকাউন্টে) জমা রাখতে পারবেন- ৪.৫ লক্ষ টাকা
- অধিকতম (জয়েন্ট অ্যাকাউন্টে) জমা রাখতে পারবেন - ৯ লক্ষ টাকা
- জয়েন্ট অ্যাকাউন্টে অধিকতম ৩ জনের নাম থাকতে পারে কিন্তু ৯ লক্ষ টাকার বেশি রাখতে পারবেন না
- ম্যাচিউরিটি পিরিয়ড - ৫ বছর, তবে ৫ বছর পর আরও ৫-৫ বছরের জন্য বাড়ানো যেতে পারে
কীভাবে ক্যালকুলেট করা হয় মান্থলি ইনকাম?
এই স্কিমে একবারে এককলানী টাকা ইনভেস্ট করতে হয় ৷ বার্ষিক সুদের হার হিসেবে গোটা বছরের যে টাকা হয় সেটি ১২ মাসে ভাগ করে দেওয়া হয় ৷ মাসের হিসেবে অ্যাকাউন্টে সুদের টাকা ক্রেডিট করা হয় ৷
কীভাবে মাসে ৫০০০ টাকা পাবেন ?
এর জন্য পোস্ট অফিসে গিয়ে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হবে ৷ এককালীন ৯ লক্ষ টাকা জমা রাখতে হবে ৷ বার্ষিক সুদ ৬.৬ হিসেবে বছরে সুদের টাকা ৫৯৪০০ টাকা হয় ৷ অর্থাৎ প্রতি মাসে ৪৯৫০ টাকা হয় ৷ সিঙ্গল অ্যাকাউন্টে এককালীন ৪.৫ লক্ষ টাকা জমা রাখলে ৬.৬ শতাংশ হিসেবে বছরে সুদ হয় ২৯৭০০ টাকা ৷ অর্থাৎ মাসে ২৪৭৫ টাকা ৷
কীভাবে খুলবেন অ্যাকাউন্ট ?
এর জন্য পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে ৷ আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি ও ড্রাইভিং লাইসেন্স দরকার পড়বে ৷ ২টি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে ৷ এরপর পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমের ফর্ম ফিলআপ করে জমা দিতে হবে ৷ এই ফর্ম অনলাইনেও ডাউনলোড করা যেতে পারে ৷ ফর্মে নমিনির নাম দিতে হবে ৷ অ্যাকাউন্ট খোলার জন্য শুরুতে ১০০০ টাকা ক্যাশ বা চেকের মাধ্যমে জমা দিতে হবে ৷