আরও পড়ুনঃ এক্সপ্রেসওয়েতে মুখোমুখি দুই গাড়ি, ভিতরে ৮ জন যাত্রী! যা ঘটল এরপর, অবিশ্বাস্য বললেও কম হবে
পুলিশের কথায়, 'ওয়ারিস পঞ্জাব দে' নামের একটি চরমপন্থী সংগঠনের নেতা অমৃতপাল, শেষ কিছুদিন ধরে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে। তারপরেই পঞ্জাব পুলিশ তাঁর বিরুদ্ধে গ্রেফতারের নোটিস জারি করে। শনিবার থেকে রাজ্যের কোণায় কোণায় অমৃতপালের খোঁজে ছড়িয়ে পড়েছেন পুলিশকর্মীরা। অমৃতপালের গ্রেফতারিতে উত্তাল হতে পারে পঞ্জাবের কিছু জেলা সেই আশঙ্কাতেই শনিবার দুপুর থেকে রবিবার দুপুর অবঝি গোটা পঞ্জাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল রাজ্য প্রশাসন।
advertisement
কিন্তু তার মধ্যে গ্রেফতার করে যায়নি অমৃতপালকে। তাই, মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধের সময়সীমা বাড়িয়ে দেওয়া হল। পঞ্জাবে সোমবার দুপুর পর্যন্ত মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত থাকবে বলে নতুন ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে।
আরও পড়ুনঃ 'রাহুল, বাড়ি আছো?' দরজায় দাঁড়িয়ে দিল্লি পুলিশ! বেনজির কাণ্ডে তোলপাড় দেশ
পুলিশ সূত্রে খবর, রাজ্যব্যাপী তল্লাসির সময় এখন পর্যন্ত একটি .৩১৫ বোরের রাইফেল, ১২ বোরের সাতটি রাইফেল, একটি রিভলবার এবং বিভিন্ন ক্যালিবারের ৩৭৩টি জীবন্ত কার্তুজ সহ নয়টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।পুলিশের মুখপাত্র জানিয়েছেন যে 'ওয়ারিস পঞ্জাব দে'- এর নামে চারটি ফৌজদারি মামলা আছে। তার মধ্যে রয়েছে শ্রেণীতে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশ কর্মীদের উপর হামলা এবং সরকারী কর্মচারীদের আইনানুগ দায়িত্ব পালনে বাঁধা সৃষ্টি করা।