আরও পড়ুন: শুঁড়ে জড়ানো মৃত সন্তান, হেঁটে চলেছে মা হাতি, মর্মান্তিক দৃশ্য ডুয়ার্সে
কী হয়েছে পরিণতি। ওই ১৫ বছরের কিশোর সরাসরি এক প্যাকেট সিগারেট খেতে গিয়েছিল, তাতেই শরীরে তার বিপুল প্রভাব পড়েছে। শুরু হয়েছে প্রবল গলা ব্যথা ও কাশি। শেষ পর্যন্ত তাঁকে নিয়ে যেতে হয়েছে হাসপাতালে। শনিবার হায়দরাবাদের সেঞ্চুরি হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, তাঁরা ওই কিশোরকে সাফল্যের সঙ্গে চিকিৎসা করে সুস্থ করে তুলেছেন। শারীরিক চিকিৎসার পাশাপাশি তাঁর মানসিক চিকিৎসাও করা হয়েছে, কাউন্সেলিং হয়েছে দীর্ঘ ক্ষণ ধরে।
advertisement
আরও পড়ুন: মৃত সন্তানকে শুঁড়ে জড়িয়ে হেঁটে চলেছে মা হাতি, দেখুন ভিডিও
এর পরেই চিকিৎসরা চলচ্চিত্র তারকাদের সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। চিকিৎসক রোহিত রেড্ডি পাথুরি বলেছেন, রকি ভাই-এর মতো চরিত্রের দ্বারা কম বয়সের ছেলে মেযেরা সহজে প্রভাবিত হয়ে পড়ে। চলচ্চিত্র আমাদের সমাজে সব সময়েই এক গভীর প্রভাব বিস্তার করে থাকে। সেই বিষয়টা ছবির তারকাদের মনে রাখা উচিত। বিশেষত রকি ভাইয়ের মতো চরিত্ররা তো প্রভাব বিস্তার করেই। সে কথা মনে রাখা একান্তই প্রযোজন। মদ্যপান, তামাকজাত পণ্যের ব্যবহার নিয়ে তাই চলচ্চিত্র নির্মাতাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। পাশাপাশি ভূমিকা থাকে অভিভাবকেরও। তাঁদের ছেলে মেযের উপর নজর রাখা উচিত, বিশেষত এই কৈশোর কালে। কারণ, এই বয়সেই এই নিষিদ্ধ, বেআইনি বিষয়ের প্রতি অনেকের আগ্রহ বাড়ে।