সূত্রের খবর, ২৪ অগাস্ট ভোরে মথুরা জংশন রেলওয়ে স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে এক শিশুর অপহরণের ঘটনা সিসিটিভিতে ধরা পড়ে এবং পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি মথুরা স্টেশনের প্ল্যাটফর্মে ওই ঘুমন্ত পরিবারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এরপরেই সাবধানে চারপাশে তাকানোর পরে তিনি চুপিসারে কাছাকাছি আসেন এবং শিশুটিকে তুলে নিয়ে ট্রেনের দিকে দৌড়ন৷
advertisement
আরও পড়ুন: 'পার্থ-অনুব্রত-ববি চোর, আর আপনারা সাধু!', গ্রেফতারির পর এই প্রথম মমতার মুখে পার্থর নাম
আরও পড়ুন: পড়াশোনার অসহ্য চাপ, নিজের জীবন দিয়ে 'মুক্তি'র পথ খুঁজল দুর্গাপুরের দ্বাদশের ছাত্র!
পুলিশ জানিয়েছে, সিসিটিভিতে ধরা পড়া ব্যক্তির নাম দীপক এবং পুলিশ তাকে গ্রেফতার করেছে। অভিযুক্ত বীনিতা আগরওয়াল এবং তাঁর স্বামী কৃষ্ণমুরারি আগরওয়ালের দাবি, তাঁদের এক ১২ বছর বয়সী কন্যাসন্তান রয়েছে৷ কোনও ছেলে নেই৷ তাই দীপক চুরি করেছে বা অপহরণ করেছে তা তাঁরা জানতেনই না৷ না জেনেই শিশুটিকে দত্তক নিয়েছিলেন তাঁরা। এই চক্রের সঙ্গে যুক্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ৷